৭১-এর আগে আসা সবার নাম এনআরসিতে থাকছে,আশ্বাস অমিতের

৭১-এর আগে আসা সবার নাম এনআরসিতে থাকছে,আশ্বাস অমিতের
Published on

গুয়াহাটিঃ দলের রাজ্য সভাপতি রঞ্জিৎ কুমার দাসের নেতৃত্বে বিজেপির উচ্চ পর্যায়ের একটি প্ৰতিনিধি দল রবিবার অসম প্ৰশাসনিক স্টাফ কলেজে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করে চূড়ান্ত এনআরসিতে থেকে যাওয়া অসঙ্গতি সম্পর্কে তাঁর হাতে একটি স্মারকপত্ৰ তুলে দেন।

প্ৰতিনিধিদলে শামিল ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য এবং রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণী শর্মা। স্মারকপত্ৰ দাখিলের পর বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিৎ দাস সাংবাদিকদের বলেন,‘চূড়ান্ত এনআরসিতে লক্ষাধিক বিদেশি নাগরিকের নাম অন্তর্ভুক্ত হওয়া এবং বাদ পড়া লক্ষাধিক প্ৰকৃত ভারতীয়র কথা আমরা স্মারকপত্ৰে উল্লেখ করেছি’।

দাস আরও জানান,‘স্বরাষ্ট্ৰমন্ত্ৰী প্ৰতিনিধিদলকে আশ্বস্ত করে বলেছেন যে,চূড়ান্ত এনআরসি থেকে সব বিদেশির নাম ছাঁটতে সমস্ত ব্যবস্থা গ্ৰহণ করা হবে। তবে ১৯৭১ সালের আগে অসমে আসা প্ৰত্যেক ব্যক্তির নাম নাগরিক রেজিস্ট্ৰারে ঠাঁই পাবে’।

স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহ বিজেপির রাষ্ট্ৰীয় সভাপতিও বটে। তিনি প্ৰতিনিধিদের আশ্বস্ত করে বলেন,এনআরসিকে একটা পাকাপোক্ত দলিল হিসেবে তুলে ধরার জন্য সমস্ত ব্যবস্থা গ্ৰহণ করা হবে। দাস আরও বলেন,‘কেন্দ্ৰীয় মন্ত্ৰী তাঁদের আরও বলেছেন চূড়ান্ত এনআরসি থেকে প্ৰকৃত কোনও ভারতীয়র নাম বাদ যাবে না’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Amit Shah's Two Days Assam Visit: On Monday, Home Minister visits Kamakhya Temple

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com