সংঘর্ষ বিরতি চুক্তিতে পৌঁছলো এনডিএফবি(এস)-সরকার

সংঘর্ষ বিরতি চুক্তিতে পৌঁছলো এনডিএফবি(এস)-সরকার

গুয়াহাটিঃ ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অফ বোড়োল্যান্ড(এনডিএফবি-এস)এবং কেন্দ্ৰীয় সরকার সংঘর্ষ বিরতি মেনে চলতে সম্মত হয়েছে এবং এব্যাপারে উভয় পক্ষের মধ্যে খুব শিগগিরই একটা সমঝোতা চুক্তি(মৌ)স্বাক্ষর হচ্ছে। এই পরিস্থিতির প্ৰেক্ষিতে রাজ্যের ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত দাবি করেন দুই কট্টর শীর্ষ নেতা ছাড়া এনডিএফবি-তে এখন আর আলোচনা বিরোধী কোনও গোষ্ঠী নেই। শুক্ৰবার এখানে সাংবাদিকদের কাছে একথা ব্যক্ত করে ডিজিপি মহন্ত বলেন,‘এনডিএফবি(এস)যুদ্ধ থেকে বিরত থাকতে বৃহস্পতিবার ভারত সরকার এবং অসম সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। তিন পক্ষই এব্যাপারে শীঘ্ৰই সমঝোতা চুক্তিতে(মৌ)স্বাক্ষর করবে। ‘সংগঠনের সভাপতি বি সাওরইগরার নেতৃত্বে এনডিএফবি(এস)-এর ২৭ জন বিদ্ৰোহী সমাজের মূলস্ৰোতে ফিরে এসেছে। সংঠনের দুই কট্টর নেতা বি বিদাই এবং বি বাথা এখনও আত্মসমর্পণ করেননি। তাই এনডিএফবিতে এখন আর আলোচনা বিরোধী কোনও গোষ্ঠী নেই’।

শান্তি প্ৰতিষ্ঠার স্বার্থে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ডিজিপি বলেন,‘আমরা বি বিদাই ও বি বাথাকে সমাজের মূলস্ৰোতে ফিরে এসে শান্তি প্ৰতিষ্ঠার পথ প্ৰশস্ত করার জন্য আর্জি জানিয়েছি। যে ২৭ জন বিদ্ৰোহী ইতিমধ্যে অস্ত্ৰ সমর্পণ করেছেন তাদের মধ্যে সংগঠনের দুজন শীর্ষ নেতা সাধারণ সচিব রঞ্জিৎ বসুমতারি ওরফে ফেরেঙ্গা এবং অর্থসচিব বি ডাউমউইলু ওরফে ডালিমও রয়েছেন। তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে তারা আর নাশকতামূলক কাজে ফিরে যাবেন না। অসম পুলিশ অস্ত্ৰ সমর্পণকারী এনডিএফবি(এস)-এর ওই ২৭ জন বিদ্ৰোহীকে একটা নির্দিষ্ট স্থানে আশ্ৰয় দিয়েছে।

ওদিকে এনডিএফবি(পি)ইতিমধ্যেই কেন্দ্ৰীয় সরকারের সঙ্গে আলোচনায় বসেছে। তবে উভয় পক্ষের মধ্যে শান্তি প্ৰক্ৰিয়া এখনও কোনও পাকাপোক্ত রূপ নেয়নি। কেন্দ্ৰের সঙ্গে আলোচনা প্ৰক্ৰিয়া মন্থর গতিতে চলায় এনডিএফবি(পি)-র পক্ষ থেকে সময়ে সময়ে অসন্তুষ্টিও প্ৰকাশ করা হচ্ছে।

ডিজিপি আরও বলেন,এনডিএফবি-র সব গোষ্ঠীকে জড়িয়ে আলোচনা হলে তা সুসংহত ও সদর্থক হবে। কেন্দ্ৰ এখন এনডিএফবি-র সব গোষ্ঠীর সঙ্গে পৃথকভাবে আলোচনা করবে না প্ৰত্যেককে একই আলোচনার টেবিলে ডাকবে সেটাই দেখার বিষয়।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Anti-CAA Sit-in Protest observed during Silpi Divas at Nehru Park in Guwahati

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com