এনইআরএফএমটিটিআই রিক্ৰুটমেন্ট ২০২০ ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান

এনইআরএফএমটিটিআই রিক্ৰুটমেন্ট ২০২০ ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান
Published on

এনইআরএফএমটিটিআই রিক্ৰুটমেন্ট ২০২০ ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান

নর্থ ইস্টার্ন রিজিয়ন ফার্ম মেশিনারি ট্ৰেনিং অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট টেকনিশিয়ান পদে নিয়মিতভাবে নিয়োগের জন্য যোগ্য ও উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকা প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে।

পদের নামঃ টেকনিশিয়ান

পদের সংখ্যাঃ ০১

বয়সর সীমাঃ ১৮-২৭ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ ইলেকট্ৰিক্যাল ট্ৰেড অথবা ডিজেল মেকানিক ট্ৰেড অথবা ট্ৰ্যাক্টর মেকানিক ট্ৰেডে আইটিআই সার্টিফিকেট

কাজের অভিজ্ঞতাঃ প্ৰাসঙ্গিক ক্ষেত্ৰে ০৩ বছরের অভিজ্ঞতা

পে স্কেলঃ ১৯৯০০-৬৩,২০০ টাকা।

আবেদনের পন্থাপদ্ধতিঃ উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা আগ্ৰহী প্ৰার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পপ্ৰত্ৰ ডাউনলোড করে এবং তা পূরণ করে সব টেস্টিমোনিয়েলসের সেলফ অ্যাটাস্টেড কপি সহ ডিরেক্টর,সাউদার্ন রিজিয়ন ফার্ম মেশিনারি ট্ৰেনিং অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট,ট্ৰ্যাক্টর নগর,গারলাদিনি,পিও,জেলা-অনন্তপুর(অন্ধ্ৰপ্ৰদেশ)এই ঠিকানায় পাঠাতে হবে।

শেষ তারিখঃ ১৫-০৪-২০২০

Details: Click Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com