Begin typing your search above and press return to search.

অ্যাসিস্টেন্ট ও বহুমুখী পদের জন্য এনআইএ-তে নিয়োগ

অ্যাসিস্টেন্ট ও বহুমুখী পদের জন্য এনআইএ-তে নিয়োগ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 Dec 2019 1:57 PM GMT

এনআইএ-তে নিয়োগ সহকারি ও বহুমুখী পদের জন্য

পদের নামঃ অ্যাসিস্টেন্ট

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোনও স্নাতক

খালি পদঃ ০৫

বেতনঃ ৩৫,৪০০ টাকা-১,১২,৪০০ টাকা প্ৰতিমাসে

অভিজ্ঞতাঃ ৬-১০ বছর

বয়সঃ ৫৬ বছর

চাকরির স্থানঃ নতুন দিল্লি,গুয়াহাটি

শেষ তারিখঃ ১৩/০১/২০২০

পদের নামঃ অ্যাকাউন্টেন্ট

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনও স্নাতক

খালি পদঃ ০১

বেতনঃ ৩৫,৪০০ টাকা-১,১২,৪০০ টাকা প্ৰতিমাসে

অভিজ্ঞতাঃ ৬-৯ বছর

বয়সঃ ৫৬ বছর

চাকরির স্থানঃ গুয়াহাটি

শেষ তারিখঃ ১৩/০১/২০২০

ঠিকানাঃ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি,স্বরাষ্ট্ৰ বিষয়ক মন্ত্ৰক,ভারত সরকার,নয়াদিল্লি-০৩

বাছাই প্ৰক্ৰিয়াঃ ডেপুটেশন ভিত্তিতে

টু অ্যাপ্লাইঃ যোগ্যতার মাপকাঠি(শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা)ইত্যাদি অ্যানেকচার 1/1-A/1-B-তে উল্লেখ করা হয়েছে যা পাওয়া যাবে এনআইএ-র ওয়েবসাইট www.nia.gov.in/Recruitment notice.htm-এ। পদগুলির জন্য যে সমস্ত প্ৰার্থীরা আবেদন করবেন তাদের আবেদনপত্ৰ প্ৰত্যাহারের অনুমতি দেওয়া হবে না। এনআই-এর অধীনস্থ সব বিভাগ,প্ৰতিষ্ঠান/কার্যালয়কে কর্মখালির বিজ্ঞাপনটি সার্কুলেট করার অনুরোধ জানানো হয়েছে। প্ৰোপার চ্যানেলের মাধ্যমে সমস্ত নথিপত্ৰ সহ যত শীঘ্ৰ সম্ভব আবেদনপত্ৰ দাখিল করতে হবে প্ৰার্থীদের। এমপ্লয়মেণ্ট নিউজে এই বিজ্ঞাপন প্ৰকাশের এক মাস পর আবেদনপত্ৰ গ্ৰহণ করা হবে না

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আসাম বিশ্ববিদ্যালয়ে গ্যাস্ট ফ্যাকাল্টি পদে চাকরি(বেতন-৫০.০০০টাকা)

Next Story
সংবাদ শিরোনাম