ভারত আগ বাড়িয়ে পরমাণু অস্ত্ৰ প্ৰয়োগ করবে না,তবে ভবিষ্যতে নীতি বদলাতেও পারেঃ রাজনাথ

ভারত আগ বাড়িয়ে পরমাণু অস্ত্ৰ প্ৰয়োগ করবে না,তবে ভবিষ্যতে নীতি বদলাতেও পারেঃ রাজনাথ

নয়াদিল্লিঃ ভারত তার পরমাণু অস্ত্ৰনীতি কখনোই আগ বাড়িয়ে প্ৰয়োগ করতে যাবে না। তবে ভবিষ্যতে নীতি পাল্টাতেও দ্বিধাগ্ৰস্ত হবে না ভারত। তাই ভবিষ্যতে পরিস্থিতির উপরই সবকিছু নির্ভর করছে। প্ৰতিরক্ষা মন্ত্ৰী রাজনাথ সিং শুক্ৰবার একথা ঘোষণা করেন। শুক্ৰবার ঐতিহাসিক পোখরানে থেকে এভাবেই অত্যন্ত কৌশলে পাকিস্তানকে প্ৰচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন রাজনাথ। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারীর প্ৰথম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্ৰতি শ্ৰদ্ধা জানানোর পরই এক টুইট পোস্ট করে একথা ঘোষণা করেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী। ১৯৯৮ সালে পোখরানেই পরমাণু শক্তি পরীক্ষা করে ভারত প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ীর জমানায়। এরপর থেকে ভারত পরমাণু শক্তিধর রাষ্ট্ৰে পরিণত হয়। প্ৰতিরক্ষা মন্ত্ৰী বলেন,ভারত কখনোই প্ৰথমে পরমাণু অস্ত্ৰ ব্যবহার না করতেই প্ৰতিশ্ৰুতিবদ্ধ। পোখরান বিস্ফোরণের পরই ঘোষণা করা হয়েছিল ভারত কঠোরভাবে পরমাণু অস্ত্ৰনীতি মেনে চলবে। আজ অবধি মেনে চলছেও। কিন্তু ভবিষ্যতে কী ঘটতে চলেছে সেই পরিস্থিতির উপরই সবকিছু নির্ভর করছে-টুইটে উল্লেখ করেছেন তিনি। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্ৰত্যাহারের পর পাকিস্তান যেভাবে ভারতের পিছনে লেগে রয়েছে তাতে পরিস্থিতি যেকোনও সময় বদলে যেতে পারে। কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার বিষয় নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে জল ঘোলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্ৰপুঞ্জের নিরাপত্তা পরিষদেও কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে। পাকিস্তান তো লাগাতার উস্কানিমূলক বিবৃতি দিয়ে যাচ্ছে। এরই পরিপ্ৰেক্ষিতে কারো নাম উল্লেখ না করে কৌশলে পাকিস্তানকেই যে ওই হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ তা বলার অপেক্ষা রাখে না।

শুক্ৰবার আন্তর্জাতিক স্কাউটস মাস্টারস প্ৰতি্যোগিতায় অংশ নেবার পর সিং পোখরান পরিদর্শনে যান। পোখরানে দাঁড়িয়ে সিং সুর চড়িয়েই বলেন,ভারত প্ৰথমে পরমাণু অস্ত্ৰ প্ৰয়োগ না করার নীতিতেই বিশ্বাসী। কিন্তু ভবিষ্যতে কী হবে তা নির্ভর করছে সম্পূর্ণ পরিস্থিতির ওপর।

এদিকে বরিষ্ঠ কংগ্ৰেস নেতা অভিষেক মনু সিংভি স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন,‘আমি আপনাকে এই আশ্বাস দিতে পারি যে,আমাদের নীতি যাই হোক না কেন আমরা এটাকে স্বাগত জানাবো এবং এমন সিদ্ধান্তকে সমর্থন করবো’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Zubeen Garg reaches Tinsukia for his forthcoming film’s promotion

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com