Begin typing your search above and press return to search.

বিটিআর থেকে অবোড়ো গ্ৰাম বাদ দেওয়ার দাবিতে গোরেশ্বরে অবোড়োদের সমাবেশ

বিটিআর থেকে অবোড়ো গ্ৰাম বাদ দেওয়ার দাবিতে গোরেশ্বরে অবোড়োদের সমাবেশ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  18 Feb 2020 9:02 AM GMT

গোরেশ্বরঃ বোড়ো টেরিটরিয়াল রিজিয়ন(বিটিআর)থেকে অবোড়ো অধ্যুষিত গ্ৰামগুলো বাদ দেওয়া এবং অবোড়োদের জমি,রাজনৈতিক,অর্থনৈতিক,ভাষা এবং সাংস্কৃতিক অধিকার রক্ষার দাবিতে রবিবার বাকসা জেলার গোরেশ্বরে অবোড়ো সম্প্ৰদায়ের মানুষ এক বিশাল সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে স্বাগত ভাষণ দেন অবোড়ো সুরক্ষা সমিতির সম্পাদক যোগেশ্বর কলিতা। এই সমাবেশে পৌঁরোহিত্য করেন গোরেশ্বরের বরিষ্ঠ নাগরিক অরবিন্দ ডেকা। সমাবেশে মুখ্য অতিথি হিসেবে অংশগ্ৰহণ করে অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদের(এজেওয়াইসিপি)সভাপতি বিরাজ কুমার তালুকদার ভাষণ দেবার সময় জঙ্গল ছেড়ে জনজীবনের মূলস্ৰোতে ফিরে আসা ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অফ বোড়োল্যান্ড(এনডিএফবি)-এর নেতা ও ক্যাডারদের প্ৰতি ধন্যবাদ জানান। তিনি বলেন,বোড়ো ভূমির অবোড়ো সংগঠনগুলো বোড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল(বিটিসি)চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় থেকেই তাদের অধিকার অর্জনের লক্ষ্যে লড়াই চালিয়ে আসছেন।

‘আমরা বোড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিয়ন(বিটিআর)চুক্তিকে স্বাগত জানাচ্ছি। তবে সেই সঙ্গে আমাদের কথাও সরকারকে শুনতে হবে বৈকি। প্ৰথমে বিটিআর চুক্তি থেকে অবোড়ো অধ্যুষিত গ্ৰামগুলি বাদ না দেওয়া পর্যন্ত বিটিআর চুক্তির কোনও শর্ত কার্যকরী করা সরকারের পক্ষে উচিত হবে না’-উল্লেখ করেন তিনি।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাজ্যে করোনা ভাইরাসে আক্ৰান্তের কোনও নিশ্চিত তথ্য নেই

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AGP’s General Council Meeting held in Guwahati

Next Story
সংবাদ শিরোনাম