বোড়ো শান্তি চুক্তিঃ অবোড়োদের চিন্তার কোনও কারণ নেই,বললেন গোবিন্দ বসুমতারি

বোড়ো শান্তি চুক্তিঃ অবোড়োদের চিন্তার কোনও কারণ নেই,বললেন গোবিন্দ বসুমতারি
Published on

গুয়াহাটিঃ গুয়াহাটিতে অস্ত্ৰ সমর্পণ পর্বের প্ৰাক্কালে ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অফ বোড়োল্যান্ড(প্ৰোগ্ৰেসিভ)(এনডিএফবি-পি)এর গর্বিত সভাপতি গোবিন্দ বসুমতারি বলেছেন,রাজ্যের বোড়ো অধ্যুষিত এলাকায় বসবাসকারী বোড়ো এবং অবোড়ো উভয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও শান্তির লক্ষ্যেই বোড়ো সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এনডিএফবির বিভিন্ন গোষ্ঠী সহ অন্যান্য বিদ্ৰোহী সংগঠনগুলির ৯৫০ জন ক্যাডার আনুষ্ঠানিকভাবে তাদের অস্ত্ৰ সমর্পণ করবে।

দ্য সেন্টিনেলের কথা বলতে গিয়ে বসুমতারি বলেন,২৭ জানুয়ারি বোড়ো সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় অবোড়ো শ্ৰেণির একটা গোষ্ঠী তাদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত বোধ করছেন। তবে ‘আমরা তাঁদের এই আশ্বাস দিচ্ছি যে প্ৰস্তাবিত অঞ্চলটিতে বোড়ো এবং অবোড়ো মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে আমরা একটা টিম হিসেবে কাজ করবো। এই চুক্তির মাধ্যমে শুধু বোড়োরাই উপকৃত হবে এমন নয়,অবোড়ো সম্প্ৰদায়ের মানুষ এবং গোটা রাজ্যই এর থেকে লাভবান হবে। বোড়োদের উন্নতির ওপর গোটা অসমের উন্নতি নির্ভর করছে’। এধরনের চুক্তির ফলে বোড্ৰোরা অসম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে গুজব ছড়ানোয় যে সন্দেহের সৃষ্টি হয়েছে তা দূর করে বসুমতারি বলেন,বোড়োরা বরাবরই অসমের অবিচ্ছেদ্য অংশ ছিল। আমরা পৃথক রাজ্যের দাবি অবশ্যই উত্থাপন করতে পারতাম। কিন্তু এখন আমরা পৃথক রাজ্যের চেয়েও অনেক বেশি পেয়েছি। চুক্তি অনু্যায়ী এমন কিছু সু্যোগ সুবিধা আমরা পাচ্ছি তা একটা রাজ্য যা পায় তার চেয়ে আরও বেশি কিছুই বলা যায়’।

এনডিএফবি(পি)সংগঠনকে তিনি সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। সংগঠন সম্পর্কে বলতে গিয়ে বসুমতারি বলেন,‘২০০৫ সালের ২৫ মে আমরা সরকারের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি করেছিলাম। সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষরকালে আমাদের ক্যাডার সংখ্যা ছিল ১,১৫৩ যাদের দুটো ডেজিগনেটেড ক্যাম্পে রাখা হয়েছিল। একটি ক্যাম্প ছিল কোকরাঝাড় জেলার শেরফানগুড়িতে এবং অন্যটি ছিল ওদালগুড়িতে। এখন আমাদের ক্যাডার সংখ্যা ৯৫০ জন। ওই সময়ে আমরা অস্ত্ৰ সমর্পণ করেনি। আমরা বৃহস্পতিবার গুয়াহাটিতে অস্ত্ৰ সমর্পণ করছি’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Drug Racket Busted in Naharkatia, 10 Apprehended

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com