Begin typing your search above and press return to search.

এবার কোচের ভূমিকায় দেখা যাবে শচিন তেণ্ডুলকরকে

এবার কোচের ভূমিকায় দেখা যাবে শচিন তেণ্ডুলকরকে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  21 Jan 2020 12:25 PM GMT

মেলবোর্নঃ বাইশ গজ থেকে দূরে থাকলেও ক্ৰিকেটের সঙ্গে সম্পর্ক বরাবরই রয়েছে শচিন তেণ্ডুলকরের। তবে তাঁকে কোচিঙের দায়িত্ব নিতে কখনোই দেখা যায়নি। তবে এবার ক্ৰিকেটের ঈশ্বর শচিনকে কোচের রূপেও দেখা যাবে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে তাঁকে মাঠে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। তবে সেটা কোচিং হিসেবে ধরা যাবে না। ধারা ভাষ্যকার ও বিশেষজ্ঞের ভূমিকায়ও দেখা গেছে শচিনকে। বিসিসিআই-র ক্ৰিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্য পদের দায়িত্বও পালন করেছেন তিনি। তবে এবার মাস্টার ব্লাস্টারকে কোচ হিসেবেও মাঠে দেখা যাবে।

ক্ৰিকেট অস্ট্ৰেলিয়া তাদের দেশে দাবানলে ক্ষতিগ্ৰস্তদের সাহায্যে চারিটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। তাতেই কোচিং করবেন শচিন। বুশফায়ার ক্ৰিকেট ব্যাশ নামে এই অলস্টার প্ৰদর্শনী ম্যাচে শচিন রিকি পন্টিং-এর দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। ক্যারিবিয়ান কিংবদন্তি ওয়ালস প্ৰতিপক্ষ শেন ওয়ার্নের দলকে কোচিং করাবেন। এই চ্যারিটি ম্যাচে ওয়ার্নার,পন্টিং ছাড়াও অংশ নেবেন অ্যাডাম গিলক্ৰিস্ট,জাস্টিন ল্যাঙ্গার,মাইকেল ক্লার্ক,অ্যালেক্স ব্ল্যাকওয়েলের মতো তারকা খেলোয়াড়রা। ম্যাচ কোন মাঠে হবে সেটা এখনও ঠিক হয়নি। আগামি ৩১ জানুয়ারি বিগ ব্যাশের কোয়ালিফায়ার ম্যাচের পর কারা ফাইনালে ওঠে সেটা দেখার পরই অলস্টার ম্যাচটি কোথায় হবে তার স্থান,নির্ধারণ করা হবে। বিগ ব্যাশের ফাইনালের আগেই হবে চ্যারিটি ম্যাচটি। অস্ট্ৰেলিয়ার ক্ৰিকেটের সিইও কেভিন রবার্টস বলেছেন ‘শচিন,ওয়ালস অস্ট্ৰেলিয়ায় যথেষ্ট সাফল্যের নজির রেখেছেন। তাই তাঁদের কোচ হিসেবে পাওয়া আমাদের কাছে খুবই গৌরবের বিষয়। এই দুই কিংবদন্তি ক্ৰিকেটারের প্ৰতীক্ষায় আমরা পথ চেয়ে আছি’।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ পরীক্ষার নম্বরের ওপর জীবন নির্ভর করে না,ছাত্ৰদের বার্তা প্ৰধানমন্ত্ৰীর

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Inauguration Ceremony for ONCO Premier League 2.0 Cricket

Next Story
সংবাদ শিরোনাম