কেউ আইন হাতে তুলে নিলে ভুগতে হবেঃ ডিজিপি

কেউ আইন হাতে তুলে নিলে ভুগতে হবেঃ ডিজিপি

গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত তালিকার প্ৰকাশ ঘিরে কেউ যদি আইন হাতে তুলে নেয় তাহলে রাজ্য পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। রাজ্যের ডিজিপি কুলধর শইকিয়া আশা প্ৰকাশ করে বলেন,এনআরসি প্ৰকাশের পরবর্তী সময়ে রাজ্যের পরিস্থিতি শান্তিপূর্ণই থাকবে।

শুক্ৰবার সন্ধ্যায় এখানে অসম পুলিশের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি। শইকিয়া বলেন,সমাজ বিরোধী এবং ন্যস্ত স্বার্থান্বেষীদের ঠেকাতে সব ধরনের ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। এনআরসি প্ৰকাশের পর সমাজবিরোধী ও ন্যস্ত স্বাস্থান্বেষী গোষ্ঠীগুলো আইনশৃঙ্খলা জনিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা করেই পুলিশ যাবতীয় ব্যবস্থা হাতে নিয়েছে। তিনি বলেন,এনআরসি প্ৰকাশের পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ সুনিশ্চিত করার লক্ষ্যে জেলাশাসক এবং পুলিশ সুপাররা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনু্যায়ী ইতিমধ্যেই কাজে নেমে পড়েছেন। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এনআরসি প্ৰকাশের পরবর্তী সময়ে সমাজের সব শ্ৰেণির মানুষের মধ্যে ঐক্য ও শান্তি বজায় রাখার বিষয়টি সুনিশ্চিত করতে স্ট্ৰ্যাটিজি প্ৰস্তুত করার জন্য ২৩ আগস্ট জেলাশাসক ও পুলিশ সুপারদের এক বৈঠক ডেকেছিলেন।

শইকিয়া বলেন,বিভিন্ন জেলা,মহকুমা,শহর ও গ্ৰামাঞ্চলের স্পর্শকাতরতার বিষয়টি পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখেছে। স্পর্শকাতর জেলাগুলোর সংখ্যা সম্পর্কে মুখ খুলতে অস্বীকার করে ডিজিপি শুধু বলেন,যেকোনও ধরনের অপ্ৰীতিকর পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা জনিত পরিস্থিতির মোকাবিলায় রাজ্যের হাতে পর্যাপ্ত বাহিনী রয়েছে। তিনি বলেন, পুলিশ নাগরিক সমিতিগুলোকে শান্তি সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

শইকিয়া আরও বলেন,সোশ্যাল মিডিয়াগুলোর সাম্প্ৰদায়িক ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর কোনও মন্তব্য পোস্ট প্ৰতিহত করতে পুলিশ তীক্ষ্ণ নজর রাখছে। তিনি বলেন,গুজব,বিদ্বেষমূলক বক্তব্য ও সাম্প্ৰদায়িক সুড়সুড়ি দিতে যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহারের চেষ্টা করছে তাদের কোনওভাবেই ছেড়ে দেওয়া হবে না।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam NRC 2019 Final List: Mangaldai Nagarik Manch addresses media | The Sentinel News | Assam News

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com