রাজ্য এনআরসি কার্যালয় অভিভাবকহীনের রূপ নিয়েছে

রাজ্য এনআরসি কার্যালয় অভিভাবকহীনের রূপ নিয়েছে

গুয়াহাটিঃ চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশের পরবর্তী পর্যায়ে এনআরসি কার্যালয়টি রীতিমতো অভিভাবক শূন্য অবস্থায় চলছে। এনআরসির নবনিযুক্ত সমন্বয়ক হিতেশ দেব শর্মা এখনও দায়িত্বভার সমঝে নেননি। চূড়ান্ত এনআরসি থেকে বাদ পড়া ১৯ লক্ষাধিক মানুষ পরবর্তী পদক্ষেপ হিসেবে কীভাবে এগোবেন তার কোনও ক্লু খুঁজে পাচ্ছেন না। কারণ,এনআরসি ছুট এই সমস্ত ব্যক্তিরা আজ অবধি রিজেকশন অর্ডারগুলো(আরও)হাতে পাননি।

রাজ্য সরকার গত ৯ নভেম্বর নগর উন্নয়ন ও অর্থ দপ্তরের সচিব হিতেশ দেব শর্মাকে বদলি করে এনআরসি রাজ্য সমন্বয়কের পদে নিয়োগ করে। গত ১১ নভেম্বর এনআরসির প্ৰাক্তন রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রিলিজ করে দেওয়ার পরিপ্ৰেক্ষিতেই নতুন এনআরসি সমন্বয়ক নিয়োগের প্ৰয়োজন অনিবার্য হয়ে দাঁড়ায়। দেশের শীর্ষ আদালত সম্প্ৰতি হাজেলাকে ইন্টার-ক্যাডার ডেপুটেশনে মধ্যপ্ৰদেশে বদলির নির্দেশ দিয়েছিল।

এদিকে হিতেশ দেব শর্মার ১১ নভেম্বরই এনআরসির নতুন সমন্বয়কের দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল যদিও এই এসিএস আধিকারিক এখনও নতুন পদে যোগ দেননি। এনআরসি-র প্ৰাক্তন সমন্বয়ক প্ৰতীক হাজেলা ইতিমধ্যেই রাজ্য ছেড়ে গেছেন। তাই বর্তমানে রাজ্য এনআরসি কার্যালয় অভিভাবক শূন্য একটা প্ৰতিষ্ঠানে পরিণত হয়েছে।

শর্মা কয়েক বছর এনআরসি রাজ্য সমন্বয়কের কার্যালয়ে এগজিকিউরটিভ ডিরেক্টর ছিলেন। এদিকে এনআরসির নতুন সমন্বয়ক হিসেবে শর্মার নিয়োগ সম্পর্কে নির্দিষ্ট কয়েকটি মহল ক্ষোভ ব্যক্ত করে প্ৰতিবাদও জানিয়েছে,এনআরসি নবায়ন সম্পর্কে সোশিয়েল মিডিয়ায় তাঁর বিতর্কিত মন্তব্য করার অভিযোগে।

অন্যদিকে,চূড়ান্ত এনআরসি থেকে নাম ছুট ১৯ লক্ষেরও বেশি মানুষকে এনআরসি কর্তৃপক্ষ কবে নাগাদ রিজেকশন অর্ডার(আরও)ইস্যু করবে তা নিয়ে অনিশ্চয়তার ঘোর কাটছে না। চলতি বছরের ৩১ আগস্ট রাজ্যে চূড়ান্ত এনআরসি প্ৰকাশিত হয়েছিল। চূড়ান্ত এনআরসি প্ৰকাশের পর ইতিমধ্যেই দুমাস কেটে গেছে। কিন্তু নাম ছুটদের এখনও পর্যন্ত রিজেকশন অর্ডার ইস্যু করা হয়নি। অসমের চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জিতে ১৯,০৬,৬৬৭ জনের নাম অন্তর্ভুক্তির অযোগ্য ঘোষণা করা হয়েছিল। এই সমস্ত নাম ছুট ব্যক্তিরা রিজেকশন অর্ডার হাতে পাওয়ার ১২০ দিনের মধ্যে বিদেশি ট্ৰাইবুনালে চূড়ান্ত এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জানাতে পারবেন। চূড়ান্ত এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য রাজ্যের ৩.২৯ কোটি মানুষ আবেদন জানিয়েছিলেন। এর মধ্যে ৩.১১ কোটি মানুষের নাম চূড়ান্ত এনআরসিতে অন্তর্ভুক্তির যোগ্য বিবেচিত হয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: India’s First PM Jawaharlal Nehru’s 130th Birth Anniversary observed

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com