Begin typing your search above and press return to search.

মুখ্যমন্ত্ৰীর সঙ্গে কথা বলে রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন প্ৰধানমন্ত্ৰী

মুখ্যমন্ত্ৰীর সঙ্গে কথা বলে রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন প্ৰধানমন্ত্ৰী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 July 2019 7:40 AM GMT

গুয়াহাটি/নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সোমবার মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বলে রাজ্যের চলতি বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। কেন্দ্ৰীয় জল শক্তি দপ্তরের মন্ত্ৰী গজেন্দ্ৰ সিং শেখাওয়াত বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে আজ(মঙ্গলবার)রাজ্য সফরে আসছেন। প্ৰলয় বন্যায় রাজ্যে এপর্যন্ত ১৫ জন ব্যক্তি প্ৰাণ হারিয়েছেন। বন্যাপীড়িত মানুষের সংখ্যা ৪২.৮৬ লক্ষ ছাড়িয়ে গেছে। নিহত ১৫ জনের মধ্যে ১৩ জন প্ৰাণ হারিয়েছেন বন্যার করাল থাবায়। ভূমি ধসে মারা গেছেন ২ জন।

মহাবাহু ব্ৰহ্মপুত্ৰ এবং অন্যান্য সব গুরুত্বপূর্ণ নদীগুলোর জলপৃষ্ঠ এখনও বিপদ সঙ্কেতের উপর দিয়ে বইছে। মুখ্যমন্ত্ৰী ফোনে প্ৰধানমন্ত্ৰীকে রাজ্যের সার্বিক বন্যা পরিস্থিতি এবং ক্ষতিগ্ৰস্তদের সাহায্যে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করান। রাজ্যের ২৮টি জেলার মানুষ বন্যার কবলে পড়ার কথাও মুখ্যমন্ত্ৰী অবগত করিয়েছেন মোদিকে।

মুখ্যমন্ত্ৰীর কার্যালয় থেকে প্ৰকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে রাজ্যের বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্ৰধানমন্ত্ৰী রাজ্য সরকারকে সব ধরনের সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্ৰী সোমবার রাজ্যের বন্যা কবলিত নলবাড়ি ও বরপেটা জেলা পরিদর্শন করে ত্ৰাণ শিবিরে আশ্ৰিত মানুষের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।

সোমবার বিকেল পর্যন্ত রাজ্যের ৩০টি জেলার ১১৩টি রাজস্ব সার্কলের অধীন ৪,১৫৭টি গ্ৰামের ৪২,৮৬,৪২১ জন মানুষ বন্যার কবলে পড়ার রিপোর্ট পাওয়া গিয়েছে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের(এএসডিএমএ)এক রিপোর্টে বলা হয়েছে,বর্তমানে মোট ১৮৩টি ত্ৰাণ শিবির কর্মক্ষম রয়েছে এবং এগুলোতে আশ্ৰয় নিয়েছেন ৮৩,১৮০ জন ব্যক্তি।

রাজ্য সরকার বিভিন্ন জেলার জলমগ্ন এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার ও সাহায্যের জন্য ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্স(এনডিআরএফ)এবং স্টেট ডিজেস্টার রেসপন্স ফোর্সকে(এসডিআরএফ)নামিয়েছে। বিভিন্ন স্থানে জলবন্দিদের উদ্ধার ও ত্ৰাণ সাহায্য বাবদ অসামরিক প্ৰশাসনকে সাহা্য্য করার জন্য সেনাবাহিনীকে ডেকে পাঠানো হয়েছে।

চলতি মরশুমের প্ৰথম দফার বন্যায় ১০ লক্ষের বেশি জীবজন্তু ক্ষতিগ্ৰস্ত হয়েছে। এদিকে,কংগ্ৰেস ও অগপ সংসদে অসমের বন্যা প্ৰসঙ্গ উত্থাপন করে অবিলম্বে কেন্দ্ৰীয় সরকারকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ গোলাঘাট জেলার ১,১৯,১৭৯ লক্ষের বেশি মানুষ বন্যার ক্ষতিগ্ৰস্ত,ভাসছে গোয়ালপাড়া,শিবসাগরের বহু গ্ৰাম

Next Story
সংবাদ শিরোনাম