১০ জানুয়ারি কলকাতা আসছেন প্ৰধানমন্ত্ৰী মোদি

১০ জানুয়ারি কলকাতা আসছেন প্ৰধানমন্ত্ৰী মোদি
Published on

কলকাতাঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি আগামি ১০ জানুয়ারি কলকাতায় আসছেন। পোর্ট ট্ৰাস্টের একটি অনুষ্ঠানে যোগ দিতেই এরাজ্যে আসছেন তিনি। মোদি ১১ জানুয়ারি উপস্থিত থাকবেন পোর্ট ট্ৰাস্টের অনুষ্ঠানে। মোদির কলকাতায় আসা নিয়ে রাজ্য বিজেপিতে এখন ব্যাপক তৎপরতা চলছে। বিজেপি নেতারা রাজনৈতিক কর্মসূচি প্ৰস্তুত করার জন্য উঠেপড়ে লেগেছেন। প্ৰধানমন্ত্ৰীর কার্যালয়ের সঙ্গে ঘন ঘন যোগাযোগ করা হচ্ছে রাজ্য বিজেপি শিবির থেকে। প্ৰধানমন্ত্ৰীকে কোনও একটা রাজনৈতিক কর্মসূচিতে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন রাজ্য বিজেপির নেতারা।

ওদিকে মুখ্যমন্ত্ৰী তথা তৃণমূল নেত্ৰী মমতা বন্দোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্ৰতিবাদে এখনও আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন। কেন্দ্ৰীয় সরকার এই দুটি ইস্যু বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মমতা। তবে আন্দোলন যাতে শান্তিপূর্ণ হয় সেদিকেও নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্ৰী। নাগরিকত্ব আইন বিরোধী মিছিল,সভায় স্বয়ং উপস্থিত থেকে কেন্দ্ৰের বিরুদ্ধে তোপ দাগছেন তিনি। মোদি-শাহর সমালোচনা করার পাশাপাশি ওই আইনের বিরুদ্ধে সব বিরোধী দলকে জোট বেঁধে পথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্যে চলা এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই মোদি এখানে আসছেন। ১১ জানুয়ারি পোর্ট ট্ৰাস্টের অনুষ্ঠানে সেরে ওই দিনই মোদির দিল্লিতে ফিরে যাওয়ার কথা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Anti-CAA protests: AASU staged 12-hr hunger strike in Naharkatia

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com