বাজেটের আগে দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করা নিয়ে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠক মোদির

বাজেটের আগে দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করা নিয়ে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠক মোদির

নয়াদিল্লিঃ কেন্দ্ৰীয় বাজেটের প্ৰাক্কালে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সোমবার ভারতের ১০ জন শীর্ষ শিল্পপতি তথা ব্যবসায়ীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে রিলায়েন্স ইন্ডাস্ট্ৰিজ,বেদান্ত,টাটা গ্ৰুপ,মহিন্দ্ৰ অ্যান্ড মহিন্দ্ৰ,আদানি এবং ভারতীয় এন্টারপ্ৰাইজেস-এর কর্ণধাররা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করা,ব্যবসার উন্নতি,কর্মসংস্থান সৃষ্টি ও দেশকে এগিয়ে নেওয়ার বিষয়গুলি আলোচনার প্ৰাধান্য পায়।

সূত্ৰটি বলেছে,সোমবার বিকেলে প্ৰধানমন্ত্ৰীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সভায় রিলায়েন্স ইন্ডাস্ট্ৰির কর্ণধার মুকেশ আম্বানি,ভারতীয় এন্টারপ্ৰাইজেস-এর চেয়ারম্যান সুনীল মিত্তাল,মহিন্দ্ৰর চেয়ারম্যান আনন্দ মহিন্দ্ৰ,টাটা সনস-র চেয়ারম্যান এমিরিটাস রতন টাটা,টাটা গ্ৰুপের চেয়ারম্যান এন চন্দ্ৰশেখরন,আদানি গ্ৰুপের চেয়ারম্যান গৌতম আদানি,টিভিএস চেয়ারম্যান ভেনু শ্ৰীনিবাসন,বেদান্তর চেয়ারম্যান অনিল আগরওয়াল এবং এল অ্যান্ড টির চেয়ারম্যান এএম নায়ক এবং অন্যান্যরা যে বক্তব্য রেখেছেন মোদি তা ধৈর্য সহকারে শোনেন। দুঘন্টা ব্যাপী বৈঠকে বর্তমান আর্থিক অবস্থা এবং এই পরিস্থিতিকে চাঙ্গা করতে কী ধরনের ব্যবস্থা গ্ৰহণ করা প্ৰয়োজন,উপভোক্তা,নিয়োগ এবং অর্থনীতির উত্তরণ ও শিল্পোদ্যোগের উন্নতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ২০১৯-২০ সালের আগাম আনুপাতিক জিডিপি মঙ্গলবার প্ৰকাশ করা হবে। বলা হয়েছে,২০১৯-এর সেপ্টেম্বর পর্যন্ত শেষ তিন মাসে ভারতের মোট উৎপাদনের হার(ডিজিপি)৪.৫ শতাংশে হ্ৰাস পেয়েছে। গত বছরের শেষ তিন মাসের তুলনায় তা হ্ৰাস পেয়েছে ৫.০ শতাংশ। কয়লা,অশোধিত তেল,প্ৰাকৃতিক গ্যাস,স্টিল এবং বিদ্যুৎ উৎপাদন কমেছে যথাক্ৰমে ২.৫ শতাংশ,৬ শতাংশ,৬.৪ শতাংশ,০.৭ শতাংশ এবং ৫.৭ শতাংশ। শিল্পোদ্যোগগুলোর ক্ষেত্ৰে নেতিবাচক অগ্ৰগতিই লক্ষ করা গেছে। এদিকে অর্থমন্ত্ৰী নির্মলা সীতারামন আগামি ফেব্ৰুয়ারিতে ২০২০ সালের কেন্দ্ৰীয় বাজেট সংসদে পেশ করবেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Torch Relay of 3rd Khelo India Youth Games received by District Administration in Kokrajhar

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com