দিল্লির ভাই-বোনদের শান্তি ও ভ্ৰাতৃত্ব বজায় রাখার আহ্বান প্ৰধানমন্ত্ৰী মোদির

দিল্লির ভাই-বোনদের শান্তি ও ভ্ৰাতৃত্ব বজায় রাখার আহ্বান প্ৰধানমন্ত্ৰী মোদির
Published on

নয়াদিল্লিঃ দিল্লির হিংসাশ্ৰয়ী পরিস্থিতি নিয়ে প্ৰথম প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বুধবার এক টুইটে দিল্লিবাসীকে শান্তি ও সদ্ভাব বজায় রাখার আহ্বান জানিয়েছেন। রাজধানীর উত্তপ্ত পরিস্থিতির আগাগোড়া খতিয়েও দেখেছেন তিনি। অগ্নিগর্ভ দিল্লির বর্তমান পরিস্থিতিতে তিনি যে কতটা উদ্বিগ্ন টুইটে ফুটে উঠেছে সেকথাও। প্ৰধানমন্ত্ৰী বলেন,দিল্লিতে হিংসার যে তাণ্ডব চলছে তা আইন রক্ষাকারী সংস্থাগুলির কাছেও উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোদি বলেন,দিল্লির বিভিন্ন প্ৰান্তে যে আগুন জ্বলছে,হিংসাত্মক ঘটনা ঘটছে তা তিনি গভীরভাবে খতিয়ে দেখেছেন। তিনি বলেন শান্তি ও স্বাভাবিক অবস্থা সুনিশ্চিত করতে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো কাজ করছে। দিল্লিতে স্বাভাবিক অবস্থা ফেরাতে আপামর জনসাধারণকে শান্ত ও সংহত হওয়ার আকুল আর্তি জানিয়ে টুইটে মোদি বলেন,‘শান্তি এবং সম্প্ৰীতি হচ্ছে আমাদের মূল লক্ষ্য’।

আমি দিল্লির ভাই-বোনদের সব সময় শান্তি ও ভ্ৰাতৃত্ববোধ বজায় রাখার আবেদন জানাচ্ছি। শান্তি ও স্বাভাবিক অবস্থা দ্ৰুত ফিরিয়ে আনা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

কংগ্ৰেসের অন্তর্বর্তী সভানেত্ৰী সোনিয়া গান্ধী বুধবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রাজধানীতে হিংসা রুখতে ব্যর্থতার অভিযোগ তোলেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর বিরুদ্ধে। ওই সাংবাদিক সম্মেলনে প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং এবং বরিষ্ঠ নেতা পি চিদম্বরম উপস্থিত ছিলেন। এই বৈঠকে কংগ্ৰেসের পক্ষ থেকে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর পদত্যাগ দাবি করা হয়।

সোনিয়াজির ওই সাংবাদিক সম্মেলনের পরপরই প্ৰধানমন্ত্ৰী মোদি দিল্লির পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। দিল্লিতে হিংসার তাণ্ডবে এপর্যন্ত ২০ জন মারা গেছেন। হিংসাত্মক ঘটনায় গুরুতরভাবে আহত একজন পুলিশ কনস্টেবলেরও মৃত্যু হয়েছে। সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে হিংসাত্মক ঘটনায় সোমবার দিল্লি পুলিশের এই হেড কনস্টেবল মারা যান। এদিকে দিল্লির লেফটেনান্ট গভর্নর অনিল বাইজাল এবং মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়ালও জনগণকে শান্তি ও সম্প্ৰীতি অক্ষুণ্ণ রাখার আবেদন জানিয়েছেন।

বুধবার সকালে দাঙ্গা বিধ্বস্ত এলাকার একটি ড্ৰেন থেকে গোয়েন্দা ব্যুরোর একজন কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়। উত্তর পূর্ব দিল্লির ক্ষতিগ্ৰস্ত এলাকাগুলোতে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। শাহিনবাগ ছাড়াও জাফরাবাদ,মৌর্যপুর,গোকুলপুরি সহ বিভিন্ন এলাকা এখনও উত্তপ্ত রয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Department of Historical and Antiquarian Studies to digitize ancient manuscripts of Assam history

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com