দুদিনের ভুটান সফরে গেলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পর প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি আজ পড়শি দেশ ভুটানে গেছেন দুদিনের সফরে। মোদি এবং সরকারি সূত্ৰে বলা হয়েছে দুদেশের মধ্যে সময় পরীক্ষিত বন্ধুতের বাঁধন এবং উভয় রাষ্ট্ৰের উন্নতি ও অগ্ৰগতি স্বরান্বিত করাই এই সফরের উদ্দেশ্য। ভুটানের উদ্দেশে পাড়ি দেওয়ার আগে এক বিবৃতিতে মোদি বলেন,ভারতের জন্য ভুটান কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হিমালয়ান রাষ্ট্ৰে এই সফর তারই প্ৰতিফলন। প্ৰধানমন্ত্ৰী ভুটানকে ‘ভারতের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু ও পড়শি’ হিসেবে অভিহিত করেন। পড়শি দেশে তাঁর এই সফর উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি ঘটানোর পাশাপাশি দুই দেশের মানুষের ভবিষ্যৎ অগ্ৰগতির পথও প্ৰশস্ত করবে।
হিমালয়ান দেশটিতে পৌঁছনোর পর ভুটানের প্ৰধানমন্ত্ৰী লোটে সারিন বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান প্ৰধানমন্ত্ৰীকে-এক টুইটে একথা জানিয়েছেন স্বয়ং মোদি।
প্ৰধানমন্ত্ৰীর এই সফর উভয় দেশের মধ্যে এক নতুন শুরুয়াত,এক নতুন আশা ও উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। সফরের প্ৰথম দিন এক সরকারি বিবৃতিতে বিদেশ সচিব বিজয় গোখলে জানান,প্ৰধানমন্ত্ৰী ভুটানের রাজা জিগমে কেশর নামগিয়াল ওয়াংচুক-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ভুটানের প্ৰধানমন্ত্ৰী লোটে সারিঙের সঙ্গে প্ৰতিনিধি পর্যায়ে আলোচনা হবে। আঞ্চলিক ও অন্যান্য বিষয় ছাড়াও পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে উভয় প্ৰধানমন্ত্ৰীর মধ্যে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। মোদির সফরকালে ভুটানের মাংদেচু জলবিদ্যুৎ প্ৰকল্পটি উদ্বোধন করার কথা আছে। রয়েল ইউনিভার্সিটি অফ ভুটান-এর ছাত্ৰ সমাবেশে ভাষণ দেবেন মোদি। এদিন প্ৰধানমন্ত্ৰীর সম্মানে ভুটানের রাজা ও রানী এক মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছেন।
জৈব বৈচিত্ৰ্য,জল,সাংস্কৃতিক বিষয়,খনিজ সম্পদ,ঐতিহাসিক বাণিজ্যিক সংযোগ,তীর্থযাত্ৰী,পরম্পরাগত ভেষজ সামগ্ৰীর ব্যবহার ও কৃষি সংক্ৰান্ত বিষয়ে দ্বিপাক্ষিক মত বিনিময় হবে উভয় দেশের মধ্যে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ শীঘ্ৰই দেশ একজন ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পাচ্ছেঃ মোদি
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Zubeen Garg reaches Tinsukia for his forthcoming film’s promotion