Begin typing your search above and press return to search.

এনআরসি প্ৰকাশের পরবর্তী পরিস্থিতি সামলাতে পুলিশ প্ৰস্তুতঃ কমিশনার

এনআরসি প্ৰকাশের পরবর্তী পরিস্থিতি সামলাতে পুলিশ প্ৰস্তুতঃ কমিশনার

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 Aug 2019 11:08 AM GMT

গুয়াহাটিঃ চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে মহানগর পুলিশ পুরোদস্তর প্ৰস্তুত রয়েছে। আগামি ৩১ আগস্ট রাজ্যে চূড়ান্ত নাগরিক পঞ্জি প্ৰকাশিত হচ্ছে। এনআরসি প্ৰকাশের পর শহরে যাতে কোনও ধরনের অপ্ৰীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে না পারে তা সুনিশ্চিত করতে মহানগর পুলিশ আঁটঘাট বেঁধেই পরিকল্পনা প্ৰস্তুত করেছে।

গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমার সোমবার এখানে বলেছেন,এনআরসি প্ৰকাশের সময় নিরাপত্তা বাহিনীকে কোথায় কোথায় মোতায়েন করা হবে পুলিশ তার ছক প্ৰস্তুত করেছে। চূড়ান্ত এনআরসি প্ৰকাশের পর বড় ধরনের ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না,তবে পুলিশ এধরনের পরিস্থিতির মোকাবিলায় সম্পূর্ণ তৈরি হয়ে আছে-বলেন তিনি।

আমরা এই ইস্যু নিয়ে বৈঠক করছি। এক সম্ভাব্য অপ্ৰীতিকর পরিস্থিতি সম্পর্কে নিরাপত্তা বাহিনীকে পুরোপুরি সতর্ক করে দেওয়া হয়েছে। পুরো বাহিনী একটা সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে যেকোনও ধরনের অপ্ৰীতিকর পরিস্থিতির মোকাবিলায় পুলিশ তৈরি হয়ে আছে-বলেন দীপক কুমার।শহরে এনএসকেএস-এর সংরক্ষণ সম্পর্কে কুমার আরও বলেন,৭৮টি এনএসকেএস-এর নিরাপত্তার জন্য আমরা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি’। স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে তার ম্যাপ প্ৰস্তুতির কাজও সারা হয়েছে। যেকোনও ধরনের অপ্ৰীতিকর পরিস্ত্হিতি সামাল দিতে যথোপযুক্ত ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে-জানান পুলিশ কমিশনার। এছাড়াও একটি বিশেষ পুলিশ হেড কোয়ার্টার সাইবার সেল সোশ্যাল মিডিয়াগুলোর কাজকর্মের দিকে তীক্ষ্ণ নজর রাখছে। সোশ্যাল মিডিয়ায় কোনওরকম উস্কানিমূলক বক্তব্য রাখা হলে সাইবার সেল সঙ্গে সঙ্গে প্ৰয়োজনীয় পদক্ষেপ করবে’। রাজ্যে যেকোনও ধরনের হিংসাশ্ৰয়ী ঘটনার মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্ৰস্তুত হয়ে রয়েছে বলে তিনি জানান।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ প্ৰকাশের পর এনআরসি-র নথি পুনঃপরীক্ষার আর্জি রাজ্য বিজেপির

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AJYCP Joypur unit organized Rain Forest Football Trophy

Next Story
সংবাদ শিরোনাম