Begin typing your search above and press return to search.

ছাত্ৰীর শ্লীলতাহানির অভিযোগে ফ্যাকাল্টি এইচএস স্কুলের অধ্যক্ষ গ্ৰেপ্তার

ছাত্ৰীর শ্লীলতাহানির অভিযোগে ফ্যাকাল্টি এইচএস স্কুলের অধ্যক্ষ গ্ৰেপ্তার

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 Sep 2019 7:21 AM GMT

গুয়াহাটিঃ চলন্ত সিটি বাসে রবিবার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্ৰীর শ্লীলতা হানির চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। এই ঘটনায় উত্তর গুয়াহাটির আমিনগাঁও স্থিত ফ্যাকাল্টি এইচএস স্কুলের অধ্যক্ষকে গ্ৰেপ্তার করা হয়েছে।

ছাত্ৰী এবং অভিযুক্ত ব্যক্তিটি একই বাসে সওয়ার হয়েছিলেন। বাসটি মঙ্গলদৈ থেকে গুয়াহাটি আসছিল।

মহানগরের পুলিশ কমিশনার দীপক কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ‘ফ্যাকাল্টি এইচএস স্কুলের অধ্যক্ষ যুগলচন্দ্ৰ বরা গুয়াহাটির নারেঙ্গি অঞ্চলের বাসিন্দা। শ্লীলতাহানির অভিযোগে জালুকবাড়ি পুলিশ তাকে গ্ৰেপ্তার করেছে। আমরা অভিযুক্তকে গ্ৰেপ্তার করেছি এবং তাকে কোর্টে পাঠানো হবে’-বলেন দীপককুমার।

সিটি পুলিশ কমিশনার দীপক কুমার গত শনিবার জানিয়েছিলেন যে গুয়াহাটিতে ছমাস ধরে ১৭ বছরের এক ভ্ৰাতুষ্পুত্ৰীর শ্লীলতাহানির অভি্যোগে পুলিশ টংকেশ্বর সন্দিকৈ এবং হিরুপ্ৰসাদ ডেকা নামে দুই ব্যক্তিকে শুক্ৰবার রাতে গ্ৰেপ্তার করে। ঘটনা সংক্ৰান্তে ভারতীয় দণ্ডবিধির পিওএসসিও আইনের ৩৭৬/(এ)(বি)ধারার অধীনে এই দুজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য যে,ক্ষতিগ্ৰস্ত মেয়েটি তার বাবাকে হারানোর পর দুবছর আগে সন্দিকৈর বাড়িতে থাকার জন্য এসেছিল। এদিকে মেয়েটির মা অন্য এক ব্যক্তিকে বিয়ে করে ফের ঘর বেঁধেছেন।

সিটি পুলিশ কমিশনার দীপক কুমার সংবাদ মাধ্যমকে আরও জানিয়েছেন যে ক্ষতিগ্ৰস্ত মেয়েটিকে চাইল্ডলাইন গুয়াহাটির কাছে হস্তান্তর করা হয়েছিল। তবে মহানগর পুলিশ মেয়েটির নিরাপত্তার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে।

উল্লেখ্য,আরও এক অভিযুক্ত হিরুপ্ৰসাদ ডেকার ভাইপো দেবাশিস ডেকা পলাতক বলে খবর পাওয়া গেছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ডিমৌয়ে বাস-ট্ৰেভেলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯,আহত ১৫

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Head on collision between van carrying school students and mini truck in Sonari

Next Story
সংবাদ শিরোনাম