গন্ডারের খড়গ চোরাচালান,বোকাজান থেকে ধৃত ১

গন্ডারের খড়গ চোরাচালান,বোকাজান থেকে ধৃত ১

গুয়াহাটিঃ অজ্ঞাত কিছু লোক অবৈধভাবে গন্ডারের খড়গ চোরাচালানে জড়িত থাকার খবর বিশ্বস্ত সূত্ৰে জানার পর বোকাজানের এসডিপিও পিকে পেগু এপিএস অভিযানে নেমে লালখংমান কিপজেন(৪০)নামের এক ব্যক্তিকে আটক করেছেন মঙ্গলবার।কার্বি আংলঙের বোকাজান পুলিশ থানার অধীন নতুন সেজাং-এর বাসিন্দা লানখাজাং কিপজেন-এর পুত্ৰ লালখংমান। পুলিশ সন্দেহজনক গন্ডারের যে খড়গটি উদ্ধার করেছে সেটির ওজন প্ৰায় ৫১০ গ্ৰাম। প্ৰত্যক্ষদর্শীদের উপস্থিতিতে পুলিশ একটি বাজাজ প্ল্যাটিনা বাইক(ডব্লিউবি ২০ আর ৩৪০০)এবং সিম কার্ড সহ একটি নোকিয়া মোবাইল ফোনও উদ্ধার করেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে যে প্ৰচার মাধ্যমের রিপোর্ট অনুয়ায়ী অসমে গন্ডার চোরাশিকার ভারতে একটা বড় ধরনের পরিবেশগত ইস্যু। কাজিরঙা,মানস রাষ্ট্ৰীয় উদ্যান এবং অসমের অন্যান্য তৃণাচ্ছাদিত অঞ্চলে প্ৰায়ই চোরাশিকারির হাতে গন্ডার নিধনের খবর পাওয়া যায়।

ভারতে এক খড়গ বিশিষ্ট গন্ডারের বিচরণ স্থল অসমের কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যান,দরং জেলার ওরাং রাষ্ট্ৰীয় উদ্যান ও মরিগাঁও জেলার পবিতরা। বিশ্বে এক খড়গ গন্ডারের প্ৰায় ৯৫ শতাংশই রয়েছে অসমে। অসমের ব্ৰহ্মপুত্ৰের অববাহিকা অঞ্চল ও পাহাড়ের পাদদেশই এক খড়গ বিশিষ্ট গন্ডারের উপযুক্ত বিচরণভূমি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Farmer killed in road accident in Bijni

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com