Begin typing your search above and press return to search.

কোনও ধর্ষককেই ক্ষমা নয়,বললেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ

কোনও ধর্ষককেই ক্ষমা নয়,বললেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 Dec 2019 12:48 PM GMT

নয়াদিল্লিঃ শুক্ৰবার শেষ রাতে এক এনকাউন্টারে মারা গেছে হায়দরাবাদ ধর্ষণ ও হত্যাকাণ্ডের চার অভিযুক্ত। অন্যদিকে দিল্লির নির্ভয়ার অপরাধীদের প্ৰাণ ভিক্ষার আর্জি কেন্দ্ৰ খারিজ করে দিয়েছে। এদিকে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ ধর্ষণ সম্পর্কে এক বিবৃতি দিয়েছেন। রাষ্ট্ৰপতি কোবিন্দ শুক্ৰবার এক বিবৃতিতে বলেন,‘পিওসিএসও(পোকসো)আইনে কোনও ধর্ষকই ক্ষমা ভিক্ষার আর্জি জানাতে পারবে না’। তিনি সংসদে মার্সি প্লি পর্যালোচনা করার আবেদন জানিয়েছেন। ২০১২-র গণধর্ষণের ঘটনায় জড়িত এক অপরাধী প্ৰাণ ভিক্ষার আবেদন জানিয়েছিল। দিল্লি সরকার ওই আবেদন আগেই খারিজ করে দিয়েছিল। এদিন স্বরাষ্ট্ৰমন্ত্ৰক তা খারিজ করে দেয়। ওই আবেদনটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রাষ্ট্ৰপতির কাছে পাঠানো হয়েছে।

এদিকে হায়দরাবাদ এনকাউন্টারের খবর পেয়ে নির্ভয়ার মা প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে বলেছেন,হায়দরাবাদ পুলিশ যে নজির রেখেছে সরকারের সেটা লক্ষ্য করা উচিত। ধর্ষকদের এই শাস্তিতে সন্তোষ ব্যক্ত করেছেন নির্ভয়ার মা।

তিনি আরও বলেন,‘সাত বছর ধরে আমি ধর্ষকদের চরম শাস্তি দেওয়ার দাবি জানিয়ে আসছি। আজ কারো মেয়ে সুবিচার পাওয়ার সন্তোষ প্ৰকাশ করেন তিনি’।

হায়দরাবাদের শাদনগরে ৪৪নং রাষ্ট্ৰীয় সড়কে শুক্ৰবার ভোররাতে পুলিশের এনকাউন্টারে ধর্ষণ ও হত্যার ঘটনায় ৪ অভিযুক্ত ঘটনাস্থলেই মারা যায়। শাদনগরের যে রাস্তায় অগ্নিদগ্ধ পশু চিকিৎসকের শব পাওয়া গিয়েছিল সেখানেই ঘটে এই এনকাউন্টার। রিপোর্ট অনু্যায়ী পুলিশ ঘটনা সম্পর্কে আরও তথ্য জানার জন্য ৪ অভিযুক্তকে ওখানে নিয়ে গিয়েছিল। কিন্তু অভিযুক্তরা পালাবার চেষ্টা করায় পুলিশ গুলি চালায়। তেলেঙ্গানা ধর্ষণকাণ্ডে কদিন আগে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল বিভিন্ন মহল।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বাংলায় মমতা জমানায় দারিদ্ৰ্য হ্ৰাস পেয়েছে ৬ শতাংশঃ রিপোর্ট

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU along with 30 indigenous organizations protest against CAB in Sivasagar

Next Story
সংবাদ শিরোনাম