বাংলায় মমতা জমানায় দারিদ্ৰ্য হ্ৰাস পেয়েছে ৬ শতাংশঃ রিপোর্ট

বাংলায় মমতা জমানায় দারিদ্ৰ্য হ্ৰাস পেয়েছে ৬ শতাংশঃ রিপোর্ট

কলকাতাঃ পশ্চিমবঙ্গে গরিবি হ্ৰাস পেয়েছে ৬ শতাংশ। মমতার আমলে রাজ্যে গরিবি কমার এই তথ্য প্ৰকাশ পেয়েছে কেন্দ্ৰীয় সরকারের রিপোর্টে। সারা দেশে যেখানে দারিদ্ৰ্যের হার বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্ৰে বাংলায় গরিবি কমার লক্ষণ খুবই তাৎপর্যের দাবি রাখে। পশ্চিম বাংলায় দারিদ্ৰ্য হ্ৰাস পাওয়ার এই রিপোর্টটি প্ৰকাশ করেছে ন্যাশনাল স্ট্ৰ্যাটিস্টিক্যাল অফিস। এই অফিসটি কেন্দ্ৰীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্ৰকের অধীন।

রাজ্যের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি এই রিপোর্টে বেজায় খুশি। সোশিয়াল মিডিয়ায় এই শুভ খবরটি তুলে ধরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্ৰী একইসঙ্গে বলেছেন বিভিন্ন সামাজিক ও পরিষেবামূলক কর্মসূচি গ্ৰহণ করার ফসল এটা.

দেশের অন্যান্য বড় রাজ্যের তুলনায় বাংলায় দারিদ্ৰ্য কমার হার বেশি। ২০১১-১২ থেকে ২০১৭-১৮ অর্থ বছরে পশ্চিমবঙ্গে দারিদ্ৰ্যের হার অনেকটাই কমেছে বলে নবান্ন সূত্ৰে প্ৰকাশ। রিপোর্টে দেখা গেছে মহারাষ্ট্ৰে দারিদ্ৰ্য বৃদ্ধির হার সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গে তৃণমূল পর্যায়ে মানুষের রোজগার বাড়াতে মমতা সরকার বিভিন্ন জনমুখী প্ৰকল্প হাতে নেওয়ার জন্যই এমনটা সম্ভব বলে বিভিন্ন মহলের অভিমত।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: KMSS staged protest against Citizenship Amendment Bill in Dispur’s Last Gate

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com