আরএমআরসি,এনই রিজিয়ন,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০ মাল্টিপুল ভেকেন্সিস

আরএমআরসি,এনই রিজিয়ন,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০ মাল্টিপুল ভেকেন্সিস
Published on

আরএমআরসি,এনই রিজিয়ন,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০ মাল্টিপুল ভেকেন্সিস

রিজিওনাল মেডিক্যাল রিসার্স(সেন্টার,এনই রিজিয়ন,আসাম ‘ন্যাশনাল সার্ভে ফর দ্য স্টেটওয়াইজ প্ৰিভেল্যান্স অফ ফুলমোনারি টিউবারকুলোসিস ইন ইন্ডিয়া’ নামের প্ৰকল্পের জন্য প্ৰজেক্ট টেকনিক্যাল অফিসার(সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট)এবং প্ৰজেক্ট টেকনিক্যাল অফিসার(সিনিয়র-ইনভেস্টিগেটর)পদে অ্যাডহক ও ঠিকার ভিত্তিতে ওয়াক-ইন-ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের জন্য যোগ্য প্ৰার্থী খুঁজছে।

১. পদের নামঃ প্ৰজেক্ট টেকনিক্যাল অফিসার(সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট)

পদের সংখ্যাঃ ০১

বয়সের সীমাঃ ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ লাইফ সায়েন্স/ইপিডিমিওলজি/অ্যানথ্ৰোপলজি/পাবলিক হেলথ-এ স্নাতক

কাজের অভিজ্ঞতাঃ ৫ বছর

বেতনঃ ৩২,০০০ টাকা প্ৰতিমাসে

২. পদের নামঃ প্ৰজেক্ট টেকনিক্যাল অফিসার(সিনিয়র ইনভেস্টিগেটর)

পদের সংখ্যাঃ ০১

বয়সের সীমাঃ ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ লাইফ সায়েন্স/ইপিডিমিওলজি/অ্যানথ্ৰোপলজি/পাবলিক হেলথ-এ স্নাতক

কাজের অভিজ্ঞতাঃ ৫ বছর

বেতনঃ ৩২০০০ টাকা প্ৰতিমাসে

বাছাই প্ৰক্ৰিয়াঃ ব্যক্তিগত সাক্ষাৎকার/লিখিত পরীক্ষার ভিত্তিতে প্ৰার্থী বাছাই করা হবে।

আবেদনের প্ৰক্ৰিয়াঃ যোগ্য প্ৰার্থীরা আবেদনপত্ৰ যথাযথভাবে পূরণ করে প্ৰাসঙ্গিক নথিপত্ৰ এবং সার্টিফিকেটের সেলফ অ্যাটাস্টেড কপি ও ভেরিফিকেশনের জন্য অরিজিনাল কপি সহ ইন্টারভিউতে উপস্থিত হতে পারবেন।

চাকরির স্থানঃ রিজিওনাল মেডিক্যাল রিসার্স সেন্টার,এন.ই. রিজিয়ন,ডিব্ৰুগড়,আসাম

ইন্টারভিউর তারিখঃ ১৩-০৩-২০২০-র সকাল ৯টা থেকে।

Details: Click Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com