Begin typing your search above and press return to search.

বিসিসিআই-র সভাপতি পদে সৌরভের নির্বাচন সঠিক পদক্ষেপঃ রেনিডি

বিসিসিআই-র সভাপতি পদে সৌরভের নির্বাচন সঠিক পদক্ষেপঃ রেনিডি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 Oct 2019 10:29 AM GMT

গুয়াহাটিঃ প্ৰাক্তন আন্তর্জাতিক ফুটবলার রেনিডি সিং ভারতীয় ক্ৰিকেট কণ্ট্ৰোল বোর্ডের(বিসিসিআই)সভাপতি হিসেবে প্ৰাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নির্বাচিত করায় সন্তোষ প্ৰকাশ করেন। তাঁর মতে,ভারতীয় ক্ৰিকেটের জন্য এটা একটা সঠিক পদক্ষেপ। এদেশের ক্ৰিকেটের জন্যও এটা শুভ লক্ষণ বলে রেনিডি মনে করেন। উত্তর পূর্ব সুপার ৬ সকার-এর আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্ৰহণের জন্য রেনিডি গুয়াহাটিতে রয়েছেন। অনুষ্ঠানের ফাঁকে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন রেনেডি। প্ৰাক্তন মিড ফিল্ডার বলেন,বিসিসিআই-এর সভাপতি হিসেবে সৌরভের উপস্থিতি ভারতে ক্ৰিকেটের সার্বিক বিকাশে সাহায্যই করবে। উচ্চ পর্যায়ের ম্যাচগুলোতে ধারাবাহিকতা বজায় রেখে পারফর্ম করার জন্য টিমের কী কী প্ৰয়োজন একজন খেলোয়াড়ই তা ভালো করেই জানেন। সে দিক থেকে বিবেচনা করণে ‘আমি মনে করি বিসিসিআই-এর এই পদের জন্য সৌরভই সঠিক পছন্দ। সৌরভকে ওই পদে বসানোয় খেলোয়াড়রা উপকৃতই হবেন’-বলেন রেনিডি।

এআইএফএফ-এ অনুরূপ কিছু ঘটুক সেটা তিনি চান কিনা জানতে চাওয়া হলে প্ৰাক্তন আন্তর্জাতিক ফুটবলার রেনিডি বলেন,‘হ্যাঁ,কেন নয়? তবে এই মুহূর্তে সেটা সম্ভব নয়। এর জন্য কিছু সময়েরও প্ৰয়োজন রয়েছে’। রেনিডি ভারতের হয়ে মোট ৭২টি ম্যাচ খেলেছেন।

অসমের ফুটবলার বিনিত রায় যিনি বর্তমানে ভারতীয় দলের নিয়মিত সদস্য তাঁর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রেনিডি বলেন,‘বিনিত রায়-এর মধ্যে ভালো খেলোয়াড়ের সব গুণ রয়েছে সেটা তিনি প্ৰমাণ করে দিয়েছেন। তাই এখন তাঁর প্ৰয়োজন সু্যোগ এলে তার সদব্যবহার করা।

রেনিডি অসমের আরও একজন খেলোয়াড় হলিচরণ নার্জারিরও প্ৰশংসা করেন। ‘নার্জারি নিঃসন্দেহে একজন প্ৰতিভাবান ফুটবলার। দীর্ঘ সময় ধরে তিনি ভারতীয় দলের আশেপাশে রয়েছেন। উভয় ফুটবলারের প্ৰতি আমার পরামর্শ হলো তাঁরা যেন সম্ভাব্য সব উপায়ে সু্যোগকে কাজে লাগাতে সচেষ্ট হন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ভারত প্ৰথম পিঙ্ক বলে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন করতে পারে

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Fake pro-talk ULFA member apprehended in Digboi

Next Story
সংবাদ শিরোনাম