নয়াদিল্লিঃ প্ৰাক্তন সিজেআই রঞ্জন গগৈর বিরুদ্ধে সুপ্ৰিমকোর্টের যে মহিলা কর্মীটি যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন শীর্ষ আদালত সেই মহিলাকে ফের কাজে পুনর্বহাল করেছে বলে খবর পাওয়া গিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্ৰেস-এর এক রিপোর্ট অনু্যায়ী,মহিলাটি ফের তাঁর পদে যোগ দিয়েছেন,এতোদিন ছুটিতে থাকার পর। তাঁর সমস্ত বকেয়া প্ৰাপ্য মিটিয়ে দেওয়া হয়েছে বলে রিপোর্টে প্ৰকাশ।
সুপ্ৰিম কোর্টের মহিলা কর্মীটি সিজেআই রঞ্জন গগৈর বাড়িতে প্ৰাক্তন জুনিয়র অ্যাসিস্টান্ট হিসেবে কাজ করেছিলেন। এই মহিলাই যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন গগৈর বিরুদ্ধে। যার দরুন শীর্ষ আদালত বিষয়টি নিয়ে জরুরি শুনানিও গ্ৰহণ করেছিল।
সিজেআই অবশ্য বলেছিলেন,‘বিচার বিভাগের স্বতন্ত্ৰতাকে হেয় প্ৰতিপন্ন করতেই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভি্যোগটি আনা হয়েছিল। অভিযোগটি আমার বিরুদ্ধে চাপানোর কারণ হলো পরের সপ্তাহে আমি একটি সংবেদনশীল মামলার শুনানি নিচ্ছি। আমি ওই মামলাটি হস্তান্তর করছি না এবং মামলাটি আমাকে শুনেই হবে,যেহেতু এব্যাপারে সিদ্ধান্ত নিতে আমার হাতে সাত মাস সময় রয়েছে’।
প্ৰাক্তন মহিলা কর্মীর আনা যৌন হেনস্তার ওই অভিযোগটি বিচারপতি গগৈ অস্বীকার করেছিলেন। বলেছিলেন,কিছু শক্তি বিচারবিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করছে। গগৈ দাবি করেছিলেন যে মহিলাটি এই অভি্যোগ এনেছেন তিনি অতীতে ফৌজদারি অপরাধে দুষ্ট এবং মহিলাটির বিরুদ্ধে দুটো এফআইআরও রয়েছে।
সুপ্ৰিম কোর্টের তিনজন বিচারপতিকে নিয়ে গঠিত প্যানেল সিজেআই-র বিরুদ্ধে মহিলাটির দাখিল করা যৌন হেনস্তার মামলা সংক্ৰান্ত অভিযোগটির তদন্ত করে বলেছিল যে শীর্ষ আদালতের প্ৰাক্তন মহিলা কর্মীর আনা ওই অভিযোগের কোনও সত্যতাই তাঁরা খুঁজে পাননি।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ খেলো ইন্ডিয়ায় অসম কন্যা শিবাঙ্গির ৫টি সোনা,দুটি রুপো
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Vivekananda Civil Service Academy inaugurated on Monday in Guwahati