এসএলপিআরবি আসাম রিক্ৰুটমেন্ট ২০২০

এসএলপিআরবি আসাম রিক্ৰুটমেন্ট ২০২০
Published on

এসএলপিআরবি আসাম রিক্ৰুটমেন্ট ২০২০

রাজ্য পর্যায়ের পুলিশ রিক্ৰুটমেন্ট বোর্ড ইন আসাম(এসএলপিআরবি অসম)জেল ওয়ারডার পদে নিয়োগের জন্য প্ৰার্থী খুঁজছে।

পদের নামঃ জেল ওয়ারডার

পদের সংখ্যাঃ ১৭৩

বয়সের সীমাঃ ১৮ থেকে ৩৮

শিক্ষাগত যোগ্যতাঃ প্ৰার্থীদের এইচএসএলসি/৮ম/১০ম শ্ৰেণি সম্পূর্ণ করা চাই

বাছাই প্ৰক্ৰিয়াঃ প্ৰার্থীদের শারীরিক স্ট্যান্ডার্ড টেস্টে পারফরম্যান্স এবং শারীরিক দক্ষতা টেস্টের(পিইটি)ভিত্তিতে বাছাই করা হবে।

আবেদনের প্ৰক্ৰিয়াঃ

অফিশিয়াল ওয়েবসাইট https://slprbassam.in/

এখন হোম পেজ খুলে জেল ওয়ারডার নোটিফিকেশনে ক্লিক করুন অনলাইনে অ্যাপ্লাইয়ের জন্য

প্ৰার্থীরা নিজেদের বিস্তারিত তথ্য লগইন/সাবমিট

অপশনে ক্লিক করে ঢোকাতে পারবেন।

একটি প্ৰিন্ট আউট বের করে রাখুন ভবিষ্যতে ব্যবহারের জন্য।

শেষ তারিখঃ ২৫-০৩-২০২০

Details: Click Here

অন্যান্য খবরের ন্য পড়ুনঃ মাজুলি কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com