Begin typing your search above and press return to search.

গুয়াহাটিতে ব্যবসায়ীকে দুষ্কৃতীর গুলি,গ্ৰেপ্তার ১

গুয়াহাটিতে ব্যবসায়ীকে দুষ্কৃতীর গুলি,গ্ৰেপ্তার ১

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  3 Aug 2019 9:19 AM GMT

গুয়াহাটিঃ মহনগরীর সরুমটরিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে একজন ছোটখাটো ব্যবসায়ীকে খুব কাছে থেকে গুলি করে এক দুষ্কৃতী। গুলি চালনার ঘটনায় এয়ার গান ব্যবহার করছিল দুষ্কৃতীটি। প্ৰাপ্ত খবর মতে,গুলিবিদ্ধ ব্যবসায়ীকে গণেশ কুমার পাঠক নামে শনাক্ত করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে সঙ্গে সঙ্গে গুয়াহাটির জিএনআরসি হাসপাতালে ভর্তি করা হয়। দিশপুর পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে,তিন অজ্ঞাত ব্যক্তি সিগারেট কিনতে পাঠকের সরুমটরিয়ার দোকানে আসে। দোকানে ঢুকে ওই তিনজন কোনও একটা ইস্যু তুলে পাঠকের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। দিশপুর পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে নুপূর কাশ্যপ নামে এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে এবং বাজেয়াপ্ত করেছে এয়ার গানটি। পুলিশ আরও তদন্ত চালাচ্ছে।

এখানে উল্লেখ করা যেতে পারে,বার্ষিক ক্ৰাইম রিপোর্ট অনু্যায়ী গুয়াহাটি পুলিশ কমিশনারেটের অধীন ২০টি থানায় শুধু ২০১৮ সালে ৪,২৩২টি চুরির ঘটনা নথিভুক্ত করা হয়েছে। দিশপুর থানায় চুরির ঘটনা নথিভুক্ত রয়েছে সর্বাধিক। এই এলাকাটি সদাব্যস্ত। পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ নিলে হিংসাশ্ৰয়ী ঘটনা রোখা অনেকটাই সম্ভব হবে।

২০১৮ সালে দিশপুর থানায় চুরি কাণ্ডের ৮৪২টি মামলা নথিভুক্ত হয়। এরপরই রয়েছে জালুকবাড়ি পুলিশ স্টেশন। এই পুলিশ স্টেশনে চুরি কাণ্ডে নথিভুক্ত মামলার সংখ্যা ৪৩৩টি। দিশপুর থানা এই সব কাণ্ডে এপর্যন্ত গ্ৰেপ্তার করেছে ৭৪ জনকে,পল্টনবাজার ৮৭ জনকে। এপর্যন্ত ২০টি থানা মোট ৯৫৬ জনকে গ্ৰেপ্তার করেছে। ২০১৮ সালে শহরে হত্যাকাণ্ড ঘটেছে ৯৬টি। এরমধ্যে ১২ জালুকবাড়িতে,বশিষ্ঠ ও সোনাপুরে ঘটেছে ১০টি করে। গ্ৰেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অরুণাচল প্ৰদেশে দুষ্কৃতীর গুলিতে এনপিপি বিধায়ক সহ নিহত ৭

Next Story
সংবাদ শিরোনাম