জল দূষণ ঠেকাতে পন্থা উদ্ভাবন

জল দূষণ ঠেকাতে পন্থা উদ্ভাবন

গুয়াহাটিঃ অসমের অনেক জেলার ভূগর্ভস্থ জলে ফ্লোরাইড ও অর্সেনিক মিশে থাকাটা প্ৰচণ্ড উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভূগর্ভস্থ জল থেকে ফ্লোরাইড ও আর্সেনিক দূর করা অত্যন্ত অপরিহার্য। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি(আইআইটি)গুয়াহাটি সম্প্ৰতি কোনওরকম রাসায়নিক দ্ৰব্য প্ৰয়োগ না করে ভূগর্ভস্থ জলের দূষণ দূর করা সম্ভব করে তুলেছে। আইআইটি গুয়াহাটি এব্যাপারে আরডি গ্ৰো গ্ৰিন ইন্ডিয়া প্ৰাইভেট লিমিটেড-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি(মৌ)স্বাক্ষর করেছে।

পানীয় জলে এধরনের দূষণ অসম সহ দেশের অধিকাংশ রাজ্যেরই একটা বড় সমস্যা। পানীয় জল থেকে দূষণ দূর করতে রসায়ন মুক্ত এই কারিগরি পদ্ধতি শহর ও গ্ৰামাঞ্চলের মানুষের কাছেও ব্যবহারযোগ্য হতে পারে। ‘আইআইটি গুয়াহাটি টিম আর ডি গ্ৰো গ্ৰিন ইন্ডিয়া নামে কোম্পানির সহযোগিতায় ভূগর্ভস্থ জলের দূষণ ঠেকাতে যে সাফল্য প্ৰদর্শন করেছে আমি তার প্ৰশংসা করছি’। অধ্যাপক এমকে পুরকায়েত-এর উদ্ভাবিত প্ৰযুক্তি ব্যবহার করে অসমের মানুষকে দূষণ মুক্ত পানীয় জল সরবরাহের বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে গ্ৰহণ করেছে আইআইটি গুয়াহাটি ও ওই কোম্পানি। আইআইটি গুয়াহাটির ডিরেক্টর টি জি সীতারাম মঙ্গলবার একথা জানান।

ওদিকে অধ্যাপক পুরকায়েত বলেছেন,পানীয় জল থেকে ফ্লোরাইড,আয়রন,আর্সেনিক এবং মাইক্ৰো অর্গানিজমগুলো অপনীত করে জল দূষণ মুক্ত করতেই ওই প্ৰযুক্তি প্ৰয়োগ করা হয়েছে। পুরকায়েত ইন্ডিয়ান প্যাটেন্ট নাম্বার ২৮৬৪৮১-এর অধীনে ওই প্ৰযুক্তি উদ্ভাবন করেছেন।

ইলেকট্ৰোকোয়াগুলেশন প্ৰক্ৰিয়ার মাধ্যমে এই নতুন প্ৰযুক্তি উদ্ভাবন করা হয়েছে। ওয়াটার কোলাইড এয়ার বাবলসের সঙ্গে ইলেক্ট্ৰোলাইজ করার সময় জলের সমস্ত দূষিত পদার্থগুলো উপরে ভাসতে দেখা যাবে-বলেন পুরকায়েত।

এছাড়াও জল থেকে আয়রন,আর্সেনিক ও ফ্লোরাইড ইত্যাদি দূর করার ক্ষেত্ৰে অ্যালুমিনিয়াম অত্যন্ত সক্ৰিয় ভূমিকা নেয়। এই প্ৰযুক্তি শিল্প কারখানার তৈলাক্ত বর্জ্য জল শোধনেও সম পরিমাণে কার্যকর বলে উল্লেখ করেন তিনি।

আরডি গ্ৰো গ্ৰিন ইন্ডিয়া দূষিত পানীয় জল ও ইন্ডাস্ট্ৰির বর্জ্য জল পরিশোধনে আইআইটি গুয়াহাটির সঙ্গে একযোগে কাজ করছে। জল থেকে আর্সেনিক,ফ্লোরাইড ও আয়রন ইত্যাদি দূর করে জলকে দূষণমুক্ত করতে কোম্পানি সক্ষম এবং এই প্ৰক্ৰিয়ায় একফোটা জলও নষ্ট হবে না-বলেন কোম্পানির এমডি রাজীব শইকিয়া।

বর্তমানে অসমের ২৪টি জেলার ভূগর্ভস্থ জলে হয় আর্সেনিক নতুবা ফ্লোরাইড দূষণ রয়েছে। সরকারি পরিসংখ্যান অনু্যায়ী রাজ্যের ৬,৮৮১ এলাকার ভূগর্ভস্থ জলে আর্সেনিক মিশে আছে। ৯৩০টি স্থানে মিশে আছে ফ্লোরাইড। অসম সরকার অতীতে জল থেকে আর্সেনিক,ফ্লোরাইড ইত্যাদি দূর করতে বিভিন্ন স্কিম নিয়েছিল কিন্তু সেগুলির কোনটাই কার্যকরী হয়নি

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Beware Rapido Captains! No commercial vehicle permit might lead you into trouble

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com