Begin typing your search above and press return to search.

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় চত্বরে দুই ছাত্ৰ গোষ্ঠীর মধ্যে পাথর বর্ষণ

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় চত্বরে দুই ছাত্ৰ গোষ্ঠীর মধ্যে পাথর বর্ষণ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  15 Nov 2019 1:53 PM GMT

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে নগণ্য কিছু ইস্যু নিয়ে বৃহস্পতিবার বিকেলে দুটো ছাত্ৰ গোষ্ঠীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। দুই ছাত্ৰ গোষ্ঠীর মধ্যে পাথর ছোড়াছুড়ি চলে বেশ কিছুক্ষণ। পুলিশ জানিয়েছে এখবর। বিশ্ববিদ্যালয় চত্বরে বিড়লা এবং এলবিএস হোস্টেল-এর ছাত্ৰরা এই হাঙ্গামায় জড়ায়। তবে এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় চত্বরের বিভিন্ন স্থানে পাথর ও ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। দুটো গোষ্ঠী কেন নিজেদের মধ্যে পাথর বর্ষণ করলো তার স্পষ্ট কারণ এখনও জানা যায়নি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্ৰেট(সিটি)বিনয় সিং এবং পুলিশ সুপার দীনেশ সিং ব্যাপক সংখ্যক পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং ছাত্ৰদের হোস্টেলে পাঠিয়ে পরিস্থিতি বাগে আনেন।

এডিএম বলেছেন,এখন পরিস্থিতি নিয়ন্ত্ৰণে রয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের চিফ প্ৰোক্টর অধ্যাপক ওপি রাই বলেন,পুলিশের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্ৰণে আনা সম্ভব হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেউ নষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি সতর্ক করে দেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ তিনটি সেদ্ধ ডিমের দাম দেখে চোখ কপালে শেখরের

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: India’s First PM Jawaharlal Nehru’s 130th Birth Anniversary observed

Next Story
সংবাদ শিরোনাম