Begin typing your search above and press return to search.

ছাত্ৰদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি উন্নত করার আহ্বান ভেঙ্কাইয়া নাইডুর

ছাত্ৰদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি উন্নত করার আহ্বান ভেঙ্কাইয়া নাইডুর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  22 Feb 2020 8:05 AM GMT

চেন্নাইঃ উপরাষ্ট্ৰপতি এম ভেঙ্কাইয়া নাইডু ছাত্ৰদের ইতিবাচক এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গি উন্নত করার আহ্বান জানিয়েছেন শুক্ৰবার। একইসঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে সুস্থ বিতর্কে ছাত্ৰদের অংশ নেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। চেন্নাই থেকে প্ৰায় ৫০০ কিলোমিটার দূরে কোয়েম্বাটুরে পিএসজি প্ৰতিষ্ঠানের ছাত্ৰদের সঙ্গে মত বিনিময়কালে নাইডু ছাত্ৰদের নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করে শুধু ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গিকে আকড়ে ধরে জীবনে এগিয়ে চলার আহ্বান জানান।

তিনি জাতীয় এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে ছাত্ৰদের সুস্থ বিতর্কে অংশগ্ৰহণ করতে বলেন। নাইডু বলেন,ভারতকে তার অতীত গৌরব ফিরিয়ে আনতে হবে। ‘বিশ্বগুরু’ হওয়ার মতো সক্ষমতা এবং দক্ষতা ভারতের রয়েছে। তবে সেই সক্ষমতা ও দক্ষতাকে লালন ও উৎসাহিত করতে হবে।

কাম্বালা স্পোর্টের একজন ব্যক্তি যে গতিতে চলে সে কথা উল্লেখ করে নাইডু বলেন,ভারতে অনেক লুকনো প্ৰতিভা রয়েছে এবং অনেক ভারতীয় গুগল,মাইক্ৰোসফট এবং অন্যান্য প্ৰতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন,একবিংশ শতাব্দীর প্ৰযুক্তির জন্য শিক্ষার্থীদের এখন থেকেই তালিম নিতে হবে এবং এরসঙ্গে স্কুলিং ও দক্ষতাকে এগিয়ে নিতে হবে একইসঙ্গে। নাইডুর মতে শিক্ষার ক্ষেত্ৰে ভারতের আধ্যাত্মিক দিকটিও অন্তর্ভুক্ত রয়েছে এবং এই আধ্যাত্মিকতা কোনও ব্যক্তি বা বস্তুগত সাফল্য অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ধর্ম,লিঙ্গ ভিত্তিতে বৈষম্য করে না সেনাবাহিনীঃ সেনাপ্ৰধান নারাভানে

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AJYCP, Moran Students’ Union and Digboi Unnayan Samiti submits memorandum to Tinsukia DC

Next Story