Begin typing your search above and press return to search.

আগ্ৰার পরিবর্তে তাজমহল এখন আগ্ৰাভান-এর আওতায় আসছে?

আগ্ৰার পরিবর্তে তাজমহল এখন আগ্ৰাভান-এর আওতায় আসছে?

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Nov 2019 6:52 AM GMT

লখনৌঃ উত্তরপ্ৰদেশে এলাহাবাদের নাম পাল্টে প্ৰয়াগরাজ এবং মুঘলশরাইকে দীন দয়াল উপাধ্যায় নগর করার পর রাজ্যের যোগী আদিত্যনাথ সরকার এবার আগ্ৰার নাম বদলে আগ্ৰাভান করার পরিকল্পনা এঁটেছে। উত্তর প্ৰদেশ সরকার আগ্ৰার আম্বেদকর বিশ্ববিদ্যালয়কে নামের ঐতিহাসিক দিকটি খতিয়ে দেখার জন্য বলেছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এখন এই প্ৰস্তাবটি খতিয়ে দেখছে। আগ্ৰার ড.বি আর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্ৰধান অধ্যাপক সুগম আনন্দ একথা নিশ্চিত করেছেন।

‘আমরা রাজ্য সরকারের কাছ থেকে এই বিষয়ে একটা চিঠি পেয়েছি। আগ্ৰা শহরটি অন্য কোনও নামে পরিচিত ছিল কিনা তার ঐতিহাসিক সাক্ষ্য প্ৰমাণগুলো খতিয়ে দেখতে আমাদের বলা হয়েছে’। ‘আমরা এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেছি এবং পরে সরকারকে এর জবাব দেবো’। সূত্ৰটির মতে,কিছু ইতিহাসবিদ বিশ্বাস করেন ‘আগ্ৰার মূল নাম আসলে আগ্ৰাভানই ছিল,যার অর্থ হচ্ছে হোম টু দ্য তাজমহল’। এরই পরিপ্ৰেক্ষিতে যোগী সরকার আগ্ৰার নাম পাল্টানোর পরিকল্পনা হাতে নেয়।

ইতিহাসবিদ এবং বিশেষজ্ঞদের আরও বলা হয়েছে কি পরিস্থিতিতে এবং কোন সময় আগ্ৰাভান-এর নাম বদলে আগ্ৰা করা হয়েছিল সেই বিষটি খতিয়ে দেখতে। সদ্য প্ৰয়াত বিজেপি বিধায়ক জগন প্ৰসাদ গার্গ জীবিত থাকাকালে আদিত্যনাথকে এক চিঠিতে আগ্ৰার নাম পাল্টে আগ্ৰাভান করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। এই প্ৰস্তাব ইস্যুটিকে নিয়ে পুনর্বার বিতর্ক উস্কে দিয়েছিল। যারা আগ্ৰার নাম আগ্ৰাভান করার পক্ষপাতি তাঁরা দীর্ঘদিন থেকে এই দাবির পক্ষে যুক্তি দেখিয়ে এসেছেন।

অন্যদিকে,অপর একটি গোষ্ঠী চাইছেন মুঘল বাদশাহ আকবরের নামে আগ্ৰার নামকরণ আকবরাবাদ করা হোক। তবে পর্যটন বাণিজ্যিক বিশেষজ্ঞরা এধরনের প্ৰস্তাবগুলি সম্পর্কে নিজেদের রায় সংরক্ষিত রেখেছেন। তাজমহলের জন্য সারা বিশ্বেই আগ্ৰার পরিচিত রয়েছে। তাই নাম পাল্টালে এর তেমন প্ৰভাব পড়বে না-বলেন একজন ট্ৰাভেল ও ট্যুর অপারেটর রাকেশ তিওয়ারি।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় চত্বরে দুই ছাত্ৰ গোষ্ঠীর মধ্যে পাথর বর্ষণ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Congress party and Rahul Gandhi must apologize to the country: Assam BJP

Next Story