Begin typing your search above and press return to search.

প্ৰতি কেজি ‘গোল্ডেন নিডল’ চা বিকলো ৭৫ হাজার টাকায়

প্ৰতি কেজি ‘গোল্ডেন নিডল’ চা বিকলো ৭৫ হাজার টাকায়

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  23 Aug 2019 11:18 AM GMT

গুয়াহাটি চা নিলাম কেন্দ্ৰ(জিটিএসি)বুধবার অরুণাচল প্ৰদেশের ডনি পোলো টি এস্টেটের উৎপাদিত ‘গোল্ডেন নিডল’ চা প্ৰতি কেজি ৭৫ হাজার টাকায় বিক্ৰি করে ইতিহাস গড়েছে। গুয়াহাটি অকশন টি বায়ার্স অ্যাসোসিয়েশনের(জিটিএবিএ)সেক্ৰেটারি দীনেশ বিহানি এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন যে এই একই চা বাগান গত বছরও চা বিক্ৰির ক্ষেত্ৰে রেকর্ড গড়েছিল। গত বছর তাদের চা প্ৰতি কেজি বিকিয়েছিল ৩৯ হাজার টাকায়। শহরের একজন চা খদ্দের ছাত্তার সিং নরেন্দ্ৰ কুমার এই চা কিনেছেন। অ্যাবসোলিউট টি তাদের ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে এই চা বিক্ৰি করবে।

অ্যাবসোলিউট টি-র জয়ন্ত জালান বলেছেন,‘আমরা ডনি পোলোর গোল্ডেন নিডল টি কিনেছি। গত কয়েক বছর ধরে হালমারির এই চা বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে। এই চায়ের ব্যাপারে চমৎকার সাড়া পাওয়া গেছে। মানুষ এই চা পছন্দ করছেন। এবছরও আমরা অনুরূপ সাড়া পাবো বলে আশা করছি’।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আন্তর্জাতিক বাজার দখলে উৎকৃষ্ট মানের চা উৎপাদনে গুরুত্ব পাটোয়ারি

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: One dies on being attacked by stray bull in Bongaigaon

Next Story