Begin typing your search above and press return to search.

দাবি মেটানো না হলে আন্দোলনে যাবেন টেট শিক্ষকরা

দাবি মেটানো না হলে আন্দোলনে যাবেন টেট শিক্ষকরা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  10 Sep 2019 12:30 PM GMT

গুয়াহাটিঃ সারা অসম টেট কোয়ালিফায়েড প্ৰাথমিক শিক্ষক সংস্থা ঠিকাভিত্তিতে কর্মরত সব টেট শিক্ষকদের বেতন নিশ্চিত করা সহ চাকরি অবিলম্বে নিয়মিত করার দাবি জানিয়েছে। সংস্থা একই সঙ্গে ঘোষণা করেছে যদি তাদের দাবি মানা না হয় তাহলে গণ আন্দোলন শুরু করবে তারা।

সংস্থা এক বিবৃতিতে বলেছে,আগামি ১৩ সেপ্টেম্বর রাজ্যের সব জেলায় প্ৰাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্ৰদর্শন করা হবে। এই বিক্ষোভ যদি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয় তাহলে সংস্থা সব জেলায় প্ৰাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়ে তালা ঝোলানোর হুমকি দিয়েছে। এতেও যদি সরকারের টনক না নড়ে তাহলে তারা কেন্দ্ৰীয় সরকারের প্ৰতিক্ৰিয়া জানতে ‘দিল্লি চলো’ অভিযান শুরু করবে।

সংস্থার কার্যকরী কমিটির এক সম্প্ৰসারিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার সভাপতি ত্ৰৈলোক্য ডেকা বলেন,শিক্ষামন্ত্ৰী নিজের দলের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরও এখন পিছু হাঁটছেন। ‘বিজেপির রাজ্য সভাপতি এবং বেশকজন সাংসদের আমাদের প্ৰতি সমর্থন রয়েছে যদিও শিক্ষামন্ত্ৰী কিছু বিতর্কিত বিবৃতি দিচ্ছেন। এতে সমস্যা বাড়ছে। ‘আমরা চাই শিক্ষকদের রাজনৈতিক চালচিত্ৰের বাইরে রাখা হোক। তাই দলের আশ্বাস অনু্যায়ী কথা রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। অন্যথায় সংস্থা আরও বড় ধরনের আন্দোলনে যেতে পিছ পা হবে না বলে বিবৃতি জানিয়েছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ২০২০ সালে ব্ৰহ্মপুত্ৰের উপর হচ্ছে দেশের দীর্ঘতম সেতু

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam Athletic Association holds a press conference in Guwahati | The Sentinel News | Assam News

Next Story
সংবাদ শিরোনাম