তেজপুর বিশ্ববিদ্যালয়ে ২টি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্ৰ চাওয়া হচ্ছে। এব্যাপারে তেজপুর বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইট www.tezu.ernct.in-এ একটি বিজ্ঞপ্তি ইস্যু করা হয়েছে। সেইসঙ্গে পিডিএফও রয়েছে।
১. পদের নামঃ ইনফরমেশন সায়েন্টিস্ট
২. শিক্ষাগত যোগ্যতাঃ লাইব্ৰেরি সায়েন্স,ইনফরমেশন সায়েন্স,ডকুমেন্টেশন সায়েন্স এবং সমপর্যায়ের পেশাগত ডিগ্ৰি থাকা চাই ৫৫ শতাংশ মার্ক সহ।
৩. পদের সংখ্যাঃ ০১
৪. শেষ তারিখঃ ২৮ ডিসেম্বর ২০১৯,সকাল ৯টা
১. পদের নামঃ স্টেনোগ্ৰাফার গ্ৰেড-ll
২. শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বোর্ড,বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্ৰেণি উত্তীর্ণ অথবা সমপর্যায়ের,সরকারি প্ৰতিষ্ঠান থেকে স্টেনোগ্ৰাফিতে ডিপ্লোমা।
৩. পদের সংখ্যাঃ ০১
৪. শেষ তারিখঃ ২৭ ডিসেম্বর ২০১৯,১১.৫৯ মিনিট পর্যন্ত।
কিভাবে আবেদন করবেনঃ অনলাইনে অ্যাপ্লাই করার আগে নিচে থাকা পিডিএফ-এর বিস্তারিত পড়ে নিন। আপনি যদি ইনফরমেশন সায়েন্টিস্ট এবং স্টেনোগ্ৰাফার পদে চাকরির জন্য নিজেকে উপযুক্ত বলে মনে করেন তাহলে নিচে দেওয়া অনলাইন লিংকে ক্লিক করে সঠিক অপশন পেয়ে যাবেন এবং ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। ২০১৯-এর ২৮ নভেম্বর সকাল ৯টা থেকে ২০১৯-এর ২৭ ডিসেম্বর বেলা ১১.৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অ্যাসিস্টেন্ট ও বহুমুখী পদের জন্য এনআইএ-তে নিয়োগ