তেজপুর ইউনিভার্সিটি রিক্ৰুটমেন্ট ২০২০

তেজপুর ইউনিভার্সিটি রিক্ৰুটমেন্ট ২০২০

তেজপুর ইউনিভার্সিটি রিক্ৰুটমেন্ট ২০২০

তেজপুর বিশ্ববিদ্যালয় নিম্নলিখিত পদে ঠিকাভিত্তিতে নিয়োগের জন্য অবসরপ্ৰাপ্ত আগ্ৰহী অফিসার যারা ডেপুটি সুপারইনটেনডেন্ট অফ পুলিশ(ডিএসপি)/ডেপুটি কমানডেন্ট অফ অসম পুলিশ,রেলওয়ে প্ৰোটেকশন ফোর্স,সশস্ত্ৰ বাহিনী,আধা সামরিক বাহিনীতে উল্লিখিত পদের নিচে নন তাদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে।

১. পদের নামঃ সিকিউরিটি অফিসার

পদের সংখ্যাঃ ০১

শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিভাগে স্নাতক এবং অসমিয়া,ইংরেজি ও হিন্দিতে যোগাযোগের চমৎকার দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতাঃ (এ)অবসরপ্ৰাপ্ত অফিসার যিনি ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ(ডিএসপি)/ডেপুটি কমানডেন্ট অফ আসাম পুলিশ ব্যাটেলিয়ন/রেলওয়ে প্ৰটেকশন ফোর্স/সশস্ত্ৰ বাহিনী/আধা সামরিক বাহিনী ইত্যাদিতে উল্লিখিত রেংকের নিচে

নন।

(বি) সরকারি/সেমি গভর্নমেন্ট/পিএসইউ/স্বশাসিত সংস্থা এবং বড় শিল্প ইউনিটে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা প্ৰতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতাকে প্ৰাধান্য দেওয়া হবে।

পে স্কেলঃ ৫৫০০০ টাকা প্ৰতিমাসে

২. পদের নামঃ সিকিউরিটি সুপারভাইজর

পদের সংখ্যাঃ ০১

শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিভাগে স্নাতক। অসমিয়া,ইংরেজি ও হিন্দিতে যোগাযোগ করার ভালো দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতাঃ (এ)একজন অবসরপ্ৰাপ্ত আফিসার যিনি সাব ইন্সপেক্টর(এস/আই)সিও অফ আসাম পুলিশ ব্যাটেলিয়ন/রেলওয়ে প্ৰোটেকশন ফোর্স/সশস্ত্ৰ বাহিনী/আধা সামরিক বাহিনী ইত্যাদিতে উল্লিখিত পদের নিচে নন।

(বি) সরকারি/আধা সরকারি/পিএসইউ/স্বশাসিত সংস্থা/বড় শিল্পোদ্যোগে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন। শিক্ষা প্ৰতিষ্ঠানে কাজ করলে অগ্ৰাধিকার পাবেন।

কিভাবে আবেদন করবেনঃ আগ্ৰহী ব্যক্তিদের সাদা কাগজে বিস্তারিত বায়োডাটা/সিভি/নাম,বাবা/মা/স্ত্ৰী-র নাম,স্থায়ী ও যোগাযোগের ঠিকানা,ফোন নং,ই-মেইল,জন্মের তারিখ,জাত,লিঙ্গ,দশম শ্ৰেণি থেকে পরবর্তী পর্যায়ের

শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য,কাজের বিস্তারিত তথ্য,বর্তমান পজিশন(যদি কাজ করে থাকেন),চাকরির বিশদ বিবরণ,কাজের ধরনের বিস্তারিত তথ্য ইত্যাদি উল্লেখ করে ২৮-০২-২০২০ তারিখে অথবা তার আগে টু দ্য রেজিস্ট্ৰার,তেজপুর বিশ্ববিদ্যালয়,নাপাম,তেজপুর-৭৮৪০২৮,জেলা-শোণিতপুর,অসম এই ঠিকানায় পাঠাতে হবে।

Details: Click Here

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com