পশ্চিমবঙ্গে চোরেরা এখন টাকা নয়,পেঁয়াজ চুরির দিকে ঝুঁকছে

পশ্চিমবঙ্গে চোরেরা এখন টাকা নয়,পেঁয়াজ চুরির দিকে ঝুঁকছে
Published on

পশ্চিমবঙ্গে চোরেরা এখন টাকা নয়,পেঁয়াজ চুরির দিকে ঝুঁকছে। এ রাজ্যে বর্তমানে পেঁয়াজ বিকোচ্ছে প্ৰতি কেজি ১০০ টাকা দরে। টাকার চেয়েও পেঁয়াজ চোরেদের বেশি প্ৰলুব্ধ করছে। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একজন সব্জি বিক্ৰেতা দাবি করেছেন ক্যাশ বাক্সের দিকে না গিয়ে চোর তার দোকান থেকে পেঁয়াজ তুলে নিয়ে গেছে। অক্ষয় দাস নামে ওই সবজি বিক্ৰেতার সুতাহাটায় দোকান রয়েছে। মঙ্গলবার সকালে তিনি দোকানের ঝাঁপ খুলতেই দেখেন জিনিসপত্ৰ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি বুঝতে পারেন,সোমবার রাতেই চোর তার দোকানে ঢুকেছিল। পরে ক্যাশ বাক্স হাতিয়ে দেখেন টাকা যেমন ছিল তেমনি রয়েছে। চোর ওখানে হাতই দেয়নি। তবে চোর প্ৰায় ৫০ হাজার টাকার পেঁয়াজ নিয়ে গেছে। কিছু আদা ও রসুনও নিয়েছে। ক্যাশ বাক্স থেকে এক পয়সাও সরায়নি চোর-বলেন তিনি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Two Rhino Poachers apprehended at Kaziranga National Park, Arms Seized

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com