মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী পদে উদ্ধবই সর্বসম্মত পছন্দঃ শরদ পাওয়ার

মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী পদে উদ্ধবই সর্বসম্মত পছন্দঃ শরদ পাওয়ার

মুম্বইঃ মহারাষ্ট্ৰে সরকার গড়া নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল অবশেষে তা কাটতে চলেছে। শুক্ৰবার সন্ধ্যায় এখানে শিবসেনা,ন্যাশনালিস্ট কংগ্ৰেস পার্টি এবং কংগ্ৰেস জোটের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরেকে মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী পদ মেনে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

বৈঠক শেষ হবার পর এনসিপি সভাপতি তথা পোড়খাওয়া রাজনৈতিক নেতা শরদ পাওয়ার এই ইঙ্গিত দেন যে মহারাষ্ট্ৰের শীর্ষপদে ঠাকরেকে বসানোর ব্যাপারে ঐকমত্যে পৌঁছনো সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্ৰী পদে উদ্ধব ঠাকরের নামে শরিক জোটের নেতারা সহমত প্ৰকাশ করেছেন। এখন ঠাকরের ওই দারিত্ব কাঁধে তুলে নেওয়া উচিত-বলেন পাওয়ার।

ওদিকে শিবসেনা প্ৰধান ঠাকরে সংক্ষিপ্ত বক্তব্য রেখে বলেছেন,সরকার গড়ার প্ৰশ্নে বিস্তারিত আলোচনা হয়েছে। কোনও ইস্যু যাতে আলোচনা থেকে বাদ না পড়ে সেটাও সুনিশ্চিত করার চেষ্টা চলছে। সেনা-এনসিপি ও কংগ্ৰেস জোট আজ শনিবার এক সাংবাদিক সম্মেলনে মিলিত হবে এবং প্ৰচার মাধ্যমের সঙ্গে বিস্তারিত বিষয় শেয়ার করবে। ‘আজকের এই সাংবাদিক সম্মেলনের পর যত তাড়াতাড়ি সম্ভব আমরা রাজ্যে সরকার গড়ার জন্য দাবি জানাবো’-বলেন এনসিপি-র রাষ্ট্ৰীয় মুখপাত্ৰ নবাব মালিক।

উল্লেখ্য,বৃহস্পতিবারই মহারাষ্ট্ৰে শিবসেনা সরকারকে সমর্থনের উদ্দেশ্যে কংগ্ৰেস ও এনসিপি-র মধ্যে সমঝোতা হয়ে যায়। শুক্ৰবার শিবসেনার সঞ্জয় রাউত জানিয়েছেন,এনসিপি ও কংগ্ৰেস পুরো পাঁচ বছরের জন্য শিবসেনা থেকে কাউকে মুখ্যমন্ত্ৰী করার ব্যাপারে সম্মতি প্ৰকাশ করে। শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে বিধায়কদের চিঠি নিয়ে আজ তাঁরা রাজ্যাপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামি দু-একদিনের মধ্যে মহারাষ্ট্ৰে নতুন তিন দলীয় জোট সরকার শপথ নেবে বলে আশা করা হচ্ছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AGP leadership has not been vocal against the CAB: Prafulla Kumar Mahanta

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com