২৮ নভেম্বর মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী পদে শপথ নিচ্ছেন উদ্ধব ঠাকরে

২৮ নভেম্বর মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী পদে শপথ নিচ্ছেন উদ্ধব ঠাকরে

মুম্বইঃ শিবসেনা প্ৰধান উদ্ধব বি ঠাকরে ২৮ নভেম্বর(বৃহস্পতিবার)মহারাষ্ট্ৰের নতুন মুখ্যমন্ত্ৰী হিসেবে শপথ নিচ্ছেন। সেন্টাল মুম্বইয়ের শিবাজি পার্কে হবে শপথ গ্ৰহণ অনুষ্ঠান। এর আগে ১ ডিসেম্বর শপথ গ্ৰহণের দিন ধার্য করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধব ঠাকরেকে তিন দলীয় জোট ‘মহা বিকাশ অঘাড়ি’-র সর্বসম্মত মুখ্য নেতা হিসেবে নির্বাচন করা হয়। তাই উদ্ধব ঠাকরের মহারাষ্ট্ৰের নতুন মুখ্যমন্ত্ৰী হওয়ার ক্ষেত্ৰে আর কোনও বাধা রইলো না।

এদিকে বরিষ্ঠ বিজেপি বিধায়ক কালিদাস এন কোলাম্বকার মঙ্গলবার মহারাষ্ট্ৰ বিধানসভার অস্থায়ী অধ্যক্ষ হিসেবে শপথ নিয়েছেন। এদিকে রাজ্যপাল কোশিয়ারি বুধবার সকালে মহারাষ্ট্ৰ বিধানসভার এক বিশেষ অধিবেশন ডেকেছেন। এই সভায় অস্থায়ী অধ্যক্ষ বিধানসভার নব নির্বাচিত সদস্যদের গোপনীয়তা রক্ষার শপথ বাক্য পাঠ করাবেন। ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ বিধায়ক কোলাম্বকার মুম্বইয়ের ওয়াদালা কেন্দ্ৰ থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন।

এদিন শিবসেনা,এনসিপি ও কংগ্ৰেস এই তিন দলীয় জোটের গঠিত ‘মহা বিকাশ অঘাড়ি’-র বৈঠকে এনসিপির রাজ্য সভাপতি জয়ন্ত পাতি এবং কংগ্ৰেসের রাজ্য সভাপতি বালাসাহেব থোরাট উদ্ধব ঠাকরের নাম প্ৰস্তাব করেন।

এই সভায় এনসিপি সভাপতি শরদ পাওয়ার,সমাজবাদী পার্টির সভাপতি রাজু শেঠি এবং সেনা,এনসিপি ও কংগ্ৰেসের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার উপ মুখ্যমন্ত্ৰী অজিত পাওয়ার ও দেবেন্দ্ৰ ফড়নবিশ মুখ্যমন্ত্ৰী পদে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই মহারাষ্ট্ৰের রাজনৈতিক চিত্ৰ সম্পূর্ণ পাল্টে যায়। সুপ্ৰিমকোর্ট বিধানসভায় ওপেন ভোটিং ও লাইভ টেলিকাস্টের মাধ্যমে ফড়নবিশকে সংখ্যা গরিষ্ঠতা প্ৰমাণের নির্দেশ দেওয়ার পর মঙ্গলবার সকালে ইস্তফা দেন অজিত পাওয়ার। এরপর দেবেন্দ্ৰ ফড়নবিশও রাজ্যপালের হাতে তাঁর পদত্যাগ পত্ৰ তুলে দেন। ক্ষমতায় বসার তিন দিনের মধ্যেই ফড়নবিশের রাজপাটে পতন ঘটে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Constitution Day observed in Guwahati

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com