রাজ্যের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রত্ন ওজা চলে গেলেন

রাজ্যের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রত্ন ওজা চলে গেলেন

গুয়াহাটিঃ প্ৰবীণ সাংস্কৃতিক কর্মী লেখক,নাট্যকার এবং অভিনেতা রত্ন ওজা সংক্ষিপ্ত রোগভোগের পর মঙ্গলবার সকালে এখানে তাঁর বাড্ৰিতে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮৯ বছর। তিনি গুয়াহাটির কটন কলেজ থেকে স্নাতক ডিগ্ৰি নিয়েছিলেন এবং কর্মজীবন শুরু করেন অসমিয়া দৈনিক ‘শান্তি দূত’-এ। বরপেটা সরকারি হাইস্কুল এবং জুরোরাম গার্লস হাইস্কুলেও শিক্ষকতা করেছেন তিনি। প্ৰয়াত ওজা গুয়াহাটি দূরদর্শনের বার্তা সম্পাদকের দায়িত্বেও ছিলেন। বেশকটি সাপ্তাহিক সংবাদপত্ৰেও তিনি কাজ করেছেন। থিয়েটারে অনবদ্য অবদানের জন্য ২০০৫ সালে তাঁকে মর্যাদাসম্পন্ন নটসূর্য পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। পথনাটক চালু করার জন্য ব্যাপক সংখ্যক মানুষের কাছে অত্যন্ত জনপ্ৰিয় ছিলেন ওজা। তাঁর থিয়েটার ট্ৰুপ গহ্বর নাট্যগোষ্ঠী প্ৰযোজিত গহ্বর,‘উর্বর’ এবং ‘কবর’ নাটক অত্যন্ত প্ৰশংসা কুড়িয়েছিল। ওজা গোটা উত্তর পূর্বাঞ্চলে কার্টুন থিয়েটার চালু করেছিলেন। ‘নামঘর’ তথ্যাচিত্ৰের পরিচালনা ও প্ৰযোজনা করেছিলেন তিনিই। ওজা শ্ৰীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্ৰ এবং ড.ভূপেন হাজরিকা কালচারাল ট্ৰাস্টের প্ৰাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন। সম্প্ৰতি ক্যার বিরুদ্ধে আন্দোলনে লতাশিল মাঠের সমাবেশে সক্ৰিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি।

এদিকে,রাজ্য সরকার প্ৰয়াত ওজার অন্ত্যষ্টি রাজ্য মর্যাদায় সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। আসু সহ সমাজের বিভিন্ন শ্ৰেণির মানুষ ওজার শোকসন্তপ্ত পরিবারের প্ৰতি শোক প্ৰকাশ করেছেন। রাজ্যপাল জগদীশ মুখি,মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা,মুখ্যমন্ত্ৰীর সংবাদ উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী,অগপ সভাপতি অতুল বরা,রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিৎ দাস এবং অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটি রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মীর প্ৰয়াণে দুঃখ প্ৰকাশ করেছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Habitat Loss leads to rise in Man-Elephant Conflict in West Karbi Anglong’s Kheroni

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com