গুয়াহাটিঃ দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই বলে প্ৰধানমন্ত্ৰী সম্প্ৰতি যে বিবৃতি দিয়েছেন তার বিরোধিতা করে অসমের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ বলেন,২০০৯ সালে গৌহাটি হাইকোর্টের বিচারপতি বিকে শর্মার নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ কংগ্ৰেস সরকার রাজ্যে একটি ডিটেনশন ক্যাম্প স্থাপন করেছিল। শুক্ৰবার রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী গগৈ বলেন ‘প্ৰধানমন্ত্ৰী মিথ্যে বলেছেন’। অসমের একটি সহ দেশের অন্যান্য রাজ্যেও ডিটেনশন ক্যাম্প রয়েছে। গৌহাটি হাইকোর্টের নির্দেশেই কংগ্ৰেস সরকার অসমে একটি ডিটেনশন ক্যাম্প স্থাপন করেছিল। তাহলে গোয়ালপাড়া জেলার মাটিয়ায় ৩ হাজার মানুষকে রাখার জন্য বিজেপি সরকার ২০১৮ সালে ৪৬ কোটি টাকা কেন মঞ্জুর করেছে? দেশে এটাই হবে সবচেয়ে বৃহত্তম ডিটেনশন ক্যাম্প। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ী ১৯৯৮ সালে একটি ডিটেনশন ক্যাম্প স্থাপনের সুপারিশ করেছিলেন’।
ভারত জুড়ে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)করার যে প্ৰস্তাব রাখা হয়েছে সে ব্যাপারে গগৈ বলেন,‘প্ৰধানমন্ত্ৰী এখন বলেছেন এনআরসি নিয়ে নাকি কোনও আলোচনাই হয়নি। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ স্বয়ং সংসদে এই ইস্যুটি উত্থাপন করেছিলেন। সেখানে এই বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি? নির্বাচনী প্ৰচারের সময় প্ৰধানমন্ত্ৰী বলেছিলেন,সব বাংলাদেশিকে তল্পতল্পা সহ বিদেয় করা হবে। এখন বিদেশি আনতে তিনি আইন এনে বসেছেন’।
মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এবং অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাকে বিঁধে গগৈ বলেন,‘দিশপুর কেন্দ্ৰের প্ৰতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলায় রাজ্যে আজকের এই অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্ৰী এবং অর্থমন্ত্ৰীই দায়ী-বলেন গগৈ। তিনি আরও বলেন,সোনোয়াল এবং শর্মা এখন রাজ্যে শান্তি মিছিল বের করছেন। তবে তাঁরা সফল হবেন না। ‘তারা রাজ্যে শান্তি ফেরাতে চাইলে ওই আইনকে রদ করতে হবে’-গগৈ বলেন। কংগ্ৰেস অবৈধ অনুপ্ৰবেশকারীদের রাজ্যে আশ্ৰয় দিয়েছে বলে মুখ্যমন্ত্ৰী যে বিবৃতি দিয়েছেন সে ব্যাপারে গগৈ বলেন,গত চার বছরে এই সব লোকেদের শনাক্ত করে কেন তারা বহিষ্কার করলো না। বিদেশিদের বহিষ্কারে কে তাদের বাধা দিয়েছিল? ‘বাংলাদেশ সরকার তো ভারতে অবৈধভাবে বসবাসকারীদের তালিকা চেয়েছে। তাই সরকার অবৈধ বাংলাদেশিদের তালিকা তাদের দিক। তাহলে বাংলাদেশ তাদের লোককে ফিরিয়ে নেবে’।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাজনৈতিক দলগুলির ওপর আমাদের আস্থা নেইঃ আসু
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Mime Artist & Cotton University Student Ebraham Khalil staged protest against CAA in Guwahati