সমাবর্তনে ভারতীয় পোশাক পরতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰীদের নির্দেশ ইউজিসি-র

সমাবর্তনে ভারতীয় পোশাক পরতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰীদের নির্দেশ ইউজিসি-র

নয়াদিল্লিঃ ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির ছাত্ৰরা তাদের স্নাতক ডিগ্ৰি সাধারণত সমাবর্তন উৎসবের দিনই নিয়ে থাকেন। এই ধারা চলে আসছে দীর্ঘদিন ধরে। এতদিন পশ্চিমি ধারায় পোশাক ও মাথায় টুপি পরে সমাবর্তনে যোগ দেওয়ারই চল ছিল ছাত্ৰ ছাত্ৰীদের মধ্যে। কিন্তু এখন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি পশ্চিম ধারার পরিবর্তে ভারতীয় পরম্পরা ও ঐতিহ্যকে সমাবর্তন উৎসবে তুলে ধরতে আগ্ৰহী। এই উদ্দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি)সম্প্ৰতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে স্নাতক ডিগ্ৰি ধারীদের সমাবর্তনে হ্যান্ডলুমের তৈরি ভারতীয় বস্ত্ৰ পরিধান করাতে নির্দেশ দেওয়া হয়েছে। পরম্পরাগত ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরাই এর উদ্দেশ্য।

কেন্দ্ৰের নরেন্দ্ৰ মোদি নেতৃত্বাধীন সরকার চাইছে সমাবর্তনে অংশ নেওয়া ছাত্ৰছাত্ৰীদের এমন একটা বেশে দেখতে চায় যাতে তাদের ভারতীয় বলে মনে হয়। সে জন্যই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই নতুন নির্দেশিকা জারি করেছে।

ইউজিসি-র ওই সার্কুলারে বলা হয়েছে,হ্যান্ডলুমের পোশাক ছাত্ৰ ছাত্ৰীদের মনে একটা ভারতীয় বোধ জাগিয়ে তুলতে সাহায্য করবে। কমিশন এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। কমিশনের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশে এই সার্কুলার ইস্যু করা হয়েছে।

এই ইস্যুটি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন কর্মকর্তা বলেন,‘সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছুই পাল্টাচ্ছে। এতদিন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি সমাবর্তন উৎসবে ব্ৰিটিশের প্ৰচলিত ধারাই অনুসরণ করে আসছিল। মাথায় কালো টুপি পরাটা সেই ব্ৰিটিশ জামানা থেকেই চলে আসছে। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিও স্নাতক ডিগ্ৰিধারীদের সমাবর্তনে টুপি পরার ওই ধারা এতদিন ধরে চালিয়ে আসছিল। কিন্তু এখন পরিবর্তনের সময় এসে গেছে। ‘আমরা সমাবর্তন অনুষ্ঠানে নিজেদের ঐতিহ্য পরম্পরাকে তুলে ধরতে চাইছে। চাইছি সমাবর্তন অনুষ্ঠানে স্থানীয় ভাবধারার জাগরণ ঘটাতে’। ইউজিসি-র সহযোগিতায় মোদি সরকারের সাম্প্ৰতিক এই পদক্ষেপ যথেষ্ট প্ৰশংসনীয় ও সবার কাছে গ্ৰহণযোগ্য হবে বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপ ভারতীয় ছাত্ৰদের পরম্পরাগত পোশাকের প্ৰতি আসক্তি বাড়তে এবং একই সঙ্গে বিশ্বের মঞ্চে ভারতীয় পোশাকের একটা পরিচয় গড়ে তুলবে।

তবে সমাবর্তনে মাথায় কালো টুপি পরার এই পশ্চিমি ধারা ভারতীয় কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক নয়। কিছু কিছু কলেজ বা বিশ্ববিদ্যালয় এই পশ্চিমি ধারা অনুসরণ করছে আবার কেউ কেউ এই ধারার অনুগামী নয়।

ইউজিসি-র সাম্প্ৰতিক ওই নির্দেশনা অনু্যায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰীরা সমাবর্তনে কী ধরনের পোশাক পরবে তা নির্ভর করবে তাদের ভৌগোলিক অবস্থান ও পরম্পরাগত বৈচিত্ৰ্যের ওপর। উদাহরণ স্বরূপ বলা যায় যে,পঞ্জাবের একজন মহিলা স্নাতক ডিগ্ৰিধারী সমাবর্তনে সালোয়ার-কুর্তা পরবেন। অন্যদিকে অসমের মহিলারা পরবেন মেখেলা-চাদর। সমাবর্তনে এধরনের পোশাক সবার মধ্যে দেশাত্ম বোধ ও ভারতীয়ত্ব জাগিয়ে তুলতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com