ভুয়া খবর বন্ধ করার লড়াইয়ে মানুষ কি করতে পারে?

ভুয়া খবর বন্ধ করার লড়াইয়ে মানুষ কি করতে পারে?

বিভিন্ন ধরনের খবর রয়েছে যা প্ৰতিদিনই আমরা পড়ছি। এরমধ্যে কিছু খবর ভুয়া অথবা ভুল তথ্যে ভরা হতে পারে। অধিকাংশ সময় দেখা যায় মূল খবরটাকে সাজানো অথবা এমন একটা আকৃতি দেওয়া হয়েছে যাতে কোনও ব্যক্তি বা সংগঠনের মর্যাদা সহজেই ক্ষুণ্ণ করা যায়। কখনো কখনো এটা জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। তাই কোনও ধরনের অশুভ অভিপ্ৰায় মনের মধ্যে পুষে রাখা মানুষের জন্য এটা একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। ফেসবুক হচ্ছে একটা জনপ্ৰিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বর্তমান পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তথ্য অর্জনের জন্যই প্ৰধানত এটা ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনেও এটা আমাদের সাহায্য করে।

কিন্তু কিছু সংগঠন রয়েছে যারা এই প্ল্যাটফর্মকে অত্যন্ত অশুভ কাজে ব্যবহার করছে। তারা অত্যন্ত অশুভ তথ্য ছড়াচ্ছে যা কিনা কারো জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। ফেসবুক গত কয়েক বছর ধরে এই বিষয়গুলির তদারক করছে এবং সেজন্যই এটি ফ্যাক্ট চেকিং সফটওয়ার হিসেবে উঠে এসেছে,যা প্ৰতিটি খবর ও তথ্যের যথার্থতা মেটাডাটার মাধ্যমে নিরূপণ করতে পারে। তাছাড়া খবরটি পোস্টের উৎস ও সেটি প্ৰস্তুতির সময়ও নির্ধারণ করতে পারে পরীক্ষার মাধ্যমে। কখনো কখনো ওই খবরগুলি অত্যন্ত অপ্ৰাসঙ্গিক বলে মনে হয়,যার সঙ্গে বাস্তবের কোন সম্পর্ক নেই। ফেসবুক কর্মকর্তারা প্ৰত্যেক এবং প্ৰতিটি পোস্টের কারণ ও এর আড়ালে থাকা উদ্দেশ্য জানতে একটি থার্ড পাটি ক্ৰু নিয়োগ করেছে। তাই এখন থেকে এই নতুন রুটিনই কার্যকর হচ্ছে। তাহলে কেউই আর ভুল তথ্য পোস্ট করতে পারবে না। তবে ফ্যাক্ট চেকিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্ৰে কিছু ফাঁকফোকর রয়েছে। কারণ ভুয়া বিষয়বস্তু যথার্থভাবে পরীক্ষা তারা করতে পারে না। বিভিন্ন জায়গায় সাংবাদিকতার ধরন ধারণ এবং প্ৰেস ফ্ৰিডমে বিভিন্নতা ও বিদ্যমান। তাই ওই সব বিষয়ে ফেসবুক কোনও প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করতে পারে না। কখনো কখনো অশুভ সংগঠনগুলি অশুভ অভিপ্ৰায়ে এমন একটা কায়দায় খবর পরিবেশন করে যার বিষয়বস্তু বাহ্যিক দিক থেকে যথার্থ বলেই মনে হয়। ফ্যাক্ট চেকাররা মূল খবরের যথার্থতা নিরূপণে অসমর্থ হয়ে পড়ে।

তাই ভুয়া খবর ও তথ্য ছড়ানো নিষিদ্ধ করতে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। ভুয়া খবর কোনগুলি তা নিচে উল্লেখিত বিষয়গুলির মাধ্যমে আপনি এর ফারাক অনুধাবন করতে পারবেন।

এই বিষয়গুলির মাধ্যমে

কোনটি খারাপ খবর ও ভুল তথ্যে ভরা আপনি তার প্ৰতি নোটিশ করতে পারবেন। কেউ যদি আপনার প্ৰোফাইলে ভুল তথ্য আরোপের চেষ্টা করে তাহলে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ব্লক করে দিন। রাজনৈতিক কার্যক্ৰমনিকার সময় কোনও ধরনের এণ্টি পলিটিক্যাল পোস্টে শেয়ার করবেন না। এটা আপনাকে বিপদের মুখে ফেলে দিতে পারে। সন্ত্ৰাসী কার্যকলাপে সমর্থন অথবা যেকোনও ধরনের সমাজ বিরোধী পোস্ট থেকে দূরে থাকুন।

ফেসবুক হচ্ছে একটা জনপ্ৰিয় মাধ্যম যা অধিকাংশ মানুষ বিভিন্ন কারণে ব্যবহার করছেন। ফেসবুক অশুভ প্ৰবণতা রুখতে কাজ করছে। তবে আমাদের অশুভ বিষয়ের সঙ্গে প্ৰকৃত বিষয়ের ফারাক বুঝতে হবে এবং সচেতনতামূলক পোস্টগুলি শেয়ার করতে হবে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ভুয়া খবর এবং ভুয়া তথ্য কি?

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com