ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে নেবে ঢাকাঃ রিজভি

ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে নেবে ঢাকাঃ রিজভি

কলকাতাঃ ভারতে অবৈধভাবে বসবাসকারী যেকোনও প্ৰকৃত বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে নিতে ঢাকা প্ৰস্তুত। তবে এরজন্য নতুন দিল্লিকে প্ৰথমে উপযুক্ত প্ৰমাণ পেশ করতে হবে। বাংলাদেশের প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গাওহার রিজভি মঙ্গলবার এখানে একথা বলেছেন। রিজভি বলেন,ভারতের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বাংলাদেশকে আশ্বাস দিয়েছেন এই ইস্যু নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হবার কোনও কারণ নেই। লক্ষাধিক বাংলাদেশি অনুপ্ৰবেশকারী ভারতে রয়েছে এবং ভারত জুড়ে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)রূপায়ণের পর এদের বিতাড়ন করা হবে বলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার বার কয়েক বিবৃতি দেওয়ার পরিপ্ৰেক্ষিতেই রিজভি কথাগুলো বলেন।

‘ভারতের প্ৰধানমন্ত্ৰী আমাদের আশ্বাস দিয়েছেন এ নিয়ে বাংলাদেশকে উদ্বিগ্ন না হতে এবং এটা আমাদের ওপর কোনও প্ৰভাব ফেলবে না। তবে ভারত সরকারের তরফ ঠেকে কেউই আমাদের এটা বলেনি যে ওই তালিকায় কিছু বাংলাদেশি নাগরিকের নাম আছে কি না’-বলেন রিজভি। আমাদের নীতি একদম পরিষ্কার। কোনও বাংলাদেশি নাগরিক যদি অবৈধভাবে ভারতে রয়েছেন,তাহলে আমরা অবশ্যই তাদের ফিরিয়ে নেবো। তবে সবার আগে এই বিষয়টি প্ৰমাণ করতে হবে-বলেন তিনি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AJYCP & 30 other organizations launched 'Gana Satyagraha Programme' against CAA in Biswanath

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com