Begin typing your search above and press return to search.

বাহুবলী-২-র রেকর্ড ছাপিয়ে গেছে জুবিন গার্গের ‘কাঞ্চনজংঘা’

বাহুবলী-২-র রেকর্ড ছাপিয়ে গেছে জুবিন গার্গের ‘কাঞ্চনজংঘা’

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  30 Sep 2019 1:16 PM GMT

গুয়াহাটিঃ অসমের সিনেমা প্ৰেমীদের জন্য এটা বাস্তবিকই একটা সুখবর। জুবিন গার্গ অভিনীত কাঞ্চনজংঘা ভেঙে দিয়েছে বাহুবলী-২-এর রেকর্ড। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে আজকের তারিখে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছে।

ছবির প্ৰযোজক গরিমা শইকিয়া গার্গ এব্যাপারে সন্তোষ ব্যক্ত করে সোমবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি বলেছেন,‘কাঞ্চনজংঘা যে বাহুবলী-২-এর রেকর্ড ভেঙে দিয়েছে এতে আমি অপার আনন্দ পেয়েছি। আজকের তারিখে উত্তরপূর্ব ভারতে এই ছবিটি সর্বোচ্চ পরিমাণ অর্থ উপার্জনেও সক্ষম হয়েছে’।

ছবিটির অসমিয়া দর্শকরা যে ভালবাসা ও সমর্থনের হাত বাড়িয়েছেন ও গঠনমূলক পর্যালোচনা করেছেন তার জন্য গরিমা তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। অসমে সংগীত জগতের হার্টথ্ৰব জুবিন গার্গ সমসাময়িক ইস্যুগুলির গভীরে তলিয়ে দেখেন এবং সেই সমস্ত ইস্যুগুলোকেই জনসমক্ষে জীবন্ত করে তুলে ধরেছেন তিনি। দৃশ্যপট সংযোজনই তাঁর ছবির মোক্ষম উদ্দেশ্য নয়,উদ্দেশ্য ছবি নিয়ে মানুষ যাতে ভাবতে বাধ্য হন এবং সামনে থাকা বাস্তব ইস্যুগুলো সম্পর্কে প্ৰশ্ন তোলেন।

উল্লেখ্য,নির্দিষ্ট কিছু সামাজিক ও রাজনৈতিক টানাপোড়েন কিভাবে যুবকদের আশা-আকাংক্ষাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে কাঞ্চনজংঘায় তাই চিত্ৰায়িত হয়েছে। ছবিতে জুবিন গার্গের সঙ্গে অভিনয় করেছেন পিঙ্কি শর্মা,ধৃতিমান ফুকন,শশাঙ্ক সমির,পবিত্ৰ রাভা এবং অন্যান্যরা।

জুবিন এর আগে সাংবাদিকদের বলেছেন,‘কাঞ্চনজংঘার’ মূল গতি হলো কিছু মৌলিক ইস্যুর মোকাবিলা করে গণতান্ত্ৰিক অধিকার প্ৰতিষ্ঠায় একটা আমূল পরিবর্তনের সূচনা করা।

এরআগে জুবিন ও তাঁর দল ধেমাজি,বিশ্বনাথ চারিয়ালি,নগাঁও,যোরহাটে কাঞ্চনজংঘার প্ৰচার চালিয়েছেন। জুবিন যোরহাটে যতীন বরার রত্নাকর ছবিটি দেখার জন্যও দর্শকদের প্ৰতি অনুরোধ জানিয়েছেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসি ১৯৫১ সালের ভিত্তিতে হওয়া উচিতঃ সিটিজেন্স কনভেনশন

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 26 year old drowns at Dikrai River in Jamugurihat of Sonitpur District

Next Story
সংবাদ শিরোনাম