পাঠশালাঃ বরপেটা জেলার বজালি মহকুমার বেলোনা গ্ৰামটি সম্প্ৰতি রাজ্যের প্ৰথম পরিচ্ছন্ন ও সবুজ গ্ৰামের স্বীকৃতি পেয়েছে। বেলোনা গ্ৰাম সম্পর্কে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের এক টুইটের পাল্টা টুইটে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি গ্ৰামবাসীদের উচ্ছ্বসিত প্ৰশংসা করেছেন গ্ৰাম পরিচ্ছন্ন,সবুজ ও প্লাস্টিক মুক্ত রাখার পদক্ষেপ নেওয়ার জন্য। প্ৰধানমন্ত্ৰীর পাল্টা টুইটের জন্য বেলোনার গ্ৰামবাসীরা আনন্দ ও উচ্ছ্বাস প্ৰকাশ করেছেন। মুখ্যমন্ত্ৰী টুইটারের মাধ্যমে একথা প্ৰকাশ করে বলেছেন,গ্ৰামের মানুষ মিলেমিশে স্বচ্ছতার পথে পা বাড়িয়েছেন। ‘বেলোনার মানুষ এটা দেখিয়ে দিয়েছেন সচেতনতা এবং সমষ্টিগত প্ৰয়াসের মাধ্যমে কিভাবে প্লাস্টিক দূষণকে পরাভূত করা যায়’। এই সাফল্যের জন্য প্ৰধানমন্ত্ৰী মোদি তাঁর টুইটে অসম প্ৰশাসনের প্ৰশংসা করে সোনোয়ালকে অভিনন্দন জানিয়েছেন। মোদি লিখেছেন,খুব ভালো। ‘সবাই মিলেমিশে স্বচ্ছতা অভি্যানের যে পদক্ষেপ নিয়েছেন তা সবসময়ই চমকপ্ৰদ। এই স্বচ্ছতা অভিযানে যারা নিরন্তর খাটাখাটনি করেছেন তাঁদের প্ৰত্যেককেই অভিনন্দন জানাচ্ছি’।
ভারতকে পরিচ্ছন্ন করতে প্ৰধানমন্ত্ৰী মোদি স্বচ্ছ ভারত মিশনের সূচনা করেছিলেন ২০১৪-র ২ অক্টোবর। এই মিশনের অংশ হিসেবেই তিনি এখন সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছেন। ভারতকে সবুজ ও পরিচ্ছন্ন করার অভীষ্টে পৌঁছনোই তাঁর লক্ষ্য।
প্ৰধানমন্ত্ৰীর এই পদক্ষেপে অনুপ্ৰাণিত হয়েই বজালি মহকুমার বেলোনা গ্ৰামের মানুষ গ্ৰাম পরিচ্ছন্ন ও সবুজে ভরিয়ে রাখার ক্ষেত্ৰে এক নজির গড়েছেন। এখন জাতীয় পর্যায়ে নজির গড়ে গ্ৰামের সুনাম তুলে ধরাই তাদের লক্ষ্য। সম্প্ৰতি রাজ্যের মধ্যে প্ৰথম পরিচ্ছন্ন ও সবুজ গ্ৰামের স্বীকৃতি পেয়েছে বেলোনা।
বরপেটা শহর থেকে বেলোনার দূরত্ব ৩৬ কিলোমিটার। পাঠশালা থেকে মাত্ৰ ৫ কিলোমিটার দূরে রয়েছে গ্ৰামটি। কয়েক বছর আগেই গ্ৰামের মানুষ প্লাস্টিক মুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তখন থেকে গ্ৰাম সবুজ ও পরিচ্ছন্ন করে তোলায় লেগে পড়েন গ্ৰামবাসীরা। ‘আমাদের গ্ৰাম সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত এবং কাউকে প্লাস্টিক ব্যবহার করতে দেখলে ৫০১ টাকা জরিমানা চাপানো হচ্ছে’-বলেন গ্ৰামের একজন ব্যক্তি।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ গৌরব গগৈকে সিকিম ও মণিপুরের বাড়তি দায়িত্ব কংগ্ৰেস সভাপতির
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch | Typhoon Hagibis makes landfall in Japan