নিরাপদ থেকে দীপাবলি পালনের আহ্বান কামরূপ জেলাশাসকের

নিরাপদ থেকে দীপাবলি পালনের আহ্বান কামরূপ জেলাশাসকের
Published on

গুয়াহাটিঃ আলোর উৎসব দীপাবলি দোরগোড়ায়। তাই কামরূপের(মেট্ৰো)জেলাশাসক বিশ্বজিৎ পেগু নিরাপদে দীপাবলি উৎসব পালন করতে জনগণের প্ৰতি আহ্বান জানিয়েছেন। দীপাবলি পালনে জেলা প্ৰশাসনের তরফ থেকে নির্দিষ্ট কিছু নিয়মও বেঁধে দেওয়া হয়েছে। সীমার মধ্যে থেকে আতশবাজি পোড়ানো যাবে যাতে শব্দ ও বাতাস দূষণ না হয়। শব্দ ও বায়ু দূষণ রোধে ২০১৮ সালের ২৩ অক্টোবর সুপ্ৰিম কোর্ট একটি নির্দেশিকা জারি করেছিল। শীর্ষ আদালত ওই নির্দেশিকায় দীপাবলির সময়ে রাত ৮টা থেকে ১০ টার মধ্যে আতশবাজি পোড়ানো শেষ করতে বলেছিল।

বিকট ও জোরালো শব্দের আতশবাজি পোড়ানো রুখতে এবং এধরনের আতশবাজির ব্যবহার বন্ধ করতে ব্যবসায়ী প্ৰতিষ্ঠানগুলো পরিদর্শনের জন্য জেলা প্ৰশাসনের কর্মী পুলিশ,জিএমসি এবং দূষণ নিয়ন্ত্ৰণ বোর্ডকে নিয়ে একটি দল গঠন করা হচ্ছে।

জেলা প্ৰশাসন পরিবেশ বান্ধবের ভূমিকা নিয়ে দীপাবলি পালন করতে জনগণের প্ৰতি আহ্বান জানিয়েছে। প্ৰশাসন ইলেকট্ৰিক বাল্বের বদলে মাটির প্ৰদীপ জ্বালিয়ে পরম্পরাগত প্ৰথায় দীপাবলি পালন করার সুপারিশ করেছে। আরও বলা হয়েছে,পরিবেশ বান্ধব বাজি পোড়ানো যাবে উৎসবে। তবে হাসপাতালের সামনে পটকা ও আতশবাজি না পোড়াতে এবং শব্দ দূষণ রোধে জোরালো শব্দের বাজি এড়িয়ে চলতে বলেছে প্ৰশাসন। তাছাড়া প্লাস্টিক ও বর্জ্য সামগ্ৰী নির্দিষ্ট স্থানে রাখতে বলেছে প্ৰশাসন যাতে জিএমসির কর্মীরা সেগুলো সহজে তুলে নিয়ে যেতে পারেন। প্লাস্টিক ও পলিথিন সামগ্ৰীর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

জেলাশাসক পেগু আরও জানিয়েছেন,নির্ধারিত স্থান ছাড়া আতশবাজি যাতে বিক্ৰি করা না হয় তা সুনিশ্চিত করতে পাঁচটি টাস্ক ফোর্স টিম গঠন করা হবে। উৎসবের সময় ওই টিমগুলো রাস্তায় টহল দেবে। হাসপাতালের সামনে উচ্চ শব্দের আতশবাজি যাতে পোড়ানো না হয় টাস্ক ফোর্স তা দেখবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: After 10 days, Family members of Dulal Paul performs final rites at Dhekiajuli

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com