করোনা আতঙ্কঃ সাধারণ মানুষের জন্য বন্ধ হলো জিএমডিএ

করোনা আতঙ্কঃ সাধারণ মানুষের জন্য বন্ধ হলো জিএমডিএ
Published on

গুয়াহাটিঃ মারণ জীবাণু করোনার সম্ভাব্য সংক্ৰমণ প্ৰতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুয়াহাটি মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ(জিএমডিএ)সাধারণ মানুষের প্ৰবেশ বন্ধ করেছে তাদের কার্যালয়ে। এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামি ৪ এপ্ৰিল অবধি। একথা প্ৰকাশ করে জিএমডিএ-র জনসংযোগ কর্মকর্তা সনাতন দাস জানান,আজ জিএমডিএ-র উপাধ্যক্ষ মুকুতা ডেকা এবং মুখ্য কার্যবাহী আধিকারিক মলয় বরার উপস্থিতিতে জিএমডিএ-র অফিসার-কর্মচারীদের মধ্যে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

করোনা হুমকির বিরুদ্ধে প্ৰয়োজনীয় সাবধানতা অবলম্বন করা ছাড়াও রাজ্য সরকার যে ৫০ শতাংশ কর্মচারির উপস্থিতি নির্ধারণ করেছে তার প্ৰতি লক্ষ্য রেখে কার্যালয় চালিয়ে যেতে কার্যনির্বাহী আধিকারিক নির্দেশ দেন। এছাড়া মাস্ক,সেনিটাইজার ইত্যাদি প্ৰত্যেককে ব্যবহার করার অনুরোধ জানান তিনি।

অন্যদিকে,কোনও দর্শনার্থীর বিশেষ কাজ থাকলে মুখ্য কার্যবাহী আধিকারিকের অনুমতি নিয়েই কার্যালয়ে আসা যাবে বলে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে মুখ্য কার্যবাহী আধিকারিক কার্যালয়ের নিচে থাকা সেনিটাইজার ব্যবহার করেই কার্যালয়ে প্ৰবেশ করার নির্দেশ দেন। তাছাড়া কর্মচারীদের জন্য কার্যালয়ে সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আসা-যাওয়ার সময় নির্ধারণ করা হয়। ৩টার পর কার্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্য কার্যবাহী আধিকারিক।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Fear of Coronavirus has decreased Market sales in Guwahati.

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com