জাগিরোডঃ ‘অহিংসা এবং ধৈর্য মানুষকে আরও বেশি বিনম্ৰ ও শিষ্ট হতে শেখায় এবং এর প্ৰভাব রাসায়নিক বোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সারা বিশ্বে মহাত্মা গান্ধীই একমাত্ৰ নেতা,যিনি অহিংসার বাণী দিকে দিকে ছড়িয়ে দিয়েছিলেন’-বুধবার জাগিরোডে কথাগুলো বলেন,অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি।
জাতির পিতা মহাত্মা গান্ধীর সার্ধশত বার্ষিকী উপলক্ষে মরিগাঁও জেলা প্ৰশাসনের উদ্যোগে বুধবার জাগিরোড কলেজ প্ৰেক্ষাগৃহে আয়োজিত এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন রাজ্যপাল। মুখি বলেন,মহাত্মা গান্ধীই একমাত্ৰ নেতা যাঁকে সারা বিশ্ব কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে শ্ৰদ্ধা করে। রাজ্যপাল এই মহান নেতার আদর্শ অনুসরণ করতে জনগণের প্ৰতি আহ্বান জানান। রাজ্যপাল আরও বলেন,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির স্বচ্ছ ভারত অভিযান,গণ শৌচাগার নির্মাণ এবং পরিবেশ সংরক্ষণ ইত্যাদি এই মহান নেতার স্বপ্ন ছিল। তিনি কৃষকদের বিকাশের প্ৰয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে এব্যাপারে রাজভবন থেকে তাঁদের প্ৰয়োজনীয় সাহা্য্য দেওয়ারও আশ্বাস দেন।
এদিন মরিগাঁও জেলার সার্বিক উন্নয়নেরও আশ্বাস দেন মুখি। মরিগাঁওয়ের জেলাশাসক ঋতুরাজ বরা এবং মরিগাঁওয়ের বিধায়ক ও মৎস্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রমাকান্ত দেউরিও একটা উন্নত ভারত গড়তে মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ করার প্ৰয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। মরিগাঁওয়ের পুলিশ সুপার(এসপি)স্বপ্ননীল ডেকা এবং জাগিরোড উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দিব্যজিৎ নিয়োগও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজ্যপাল মুখি এদিন জাগিরোড কলেজ অডিটরিয়ামে প্ৰদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এবং মহাত্মা গান্ধীর প্ৰতিকৃতিতে শ্ৰদ্ধা জানান।
এরআগে,সকালে পূর্ত বিভাগের ইন্সপেকশন বাংলোর কাছে গান্ধী মণ্ডপে গান্ধীজির প্ৰতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্ৰদ্ধা জানান রাজ্যপাল। এরপর গার্ড অফ অনার পরিদর্শন করে অংশ নেন সর্বধর্মীয় প্ৰার্থনা সভায়। এদিন রাজ্যপাল একটি প্লাস্টিক ব্যাংক ব্যাংক উদ্বোধন করে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ স্বচ্ছ ও সবুজ ভারত গড়ায় গান্ধীজির স্বপ্ন সাকার করার আহ্বান মুখ্যমন্ত্ৰীর
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Swachha Bharat Abhiyan drive by Naharkatia Police Station