এনএসসিএন(আইএম)নেতার বিবৃতি নিয়ে কেন্দ্ৰ ও সোনোয়ালকে অবস্থান স্পষ্ট করার দাবি গগৈর

এনএসসিএন(আইএম)নেতার বিবৃতি নিয়ে কেন্দ্ৰ ও সোনোয়ালকে অবস্থান স্পষ্ট করার দাবি গগৈর
Published on

গুয়াহাটিঃ এনএসসিএন-আইএম নেতা টিএইচ মুইভা সম্প্ৰতি নাগাদের জন্য পৃথক পতাকা ও সংবিধানের যে বিস্ফোরক আওয়াজ তুলেছেন,প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ সে ব্যাপারে ভারত সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালকে তাদের সংশ্লিষ্ট অবস্থান খোলসা করার দাবি জানিয়েছেন। বুধবার দিশপুরে নিজের সরকারি বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছিলেন গগৈ।

তরুণবাবু বলেন,‘নাগাদের জন্য পৃথক পতাকা ও সংবিধানের কথা বলে এনএসসিএন(আইএম)নেতা টিএইচ মুইভা সম্প্ৰতি যে বিবৃতি দিয়েছেন সে ব্যাপারে মুখ্যমন্ত্ৰী সোনোয়াল এবং কেন্দ্ৰীয় সরকার উভয়েই এখন কী বলবেন। এমনকি নাগারা অসমের এলাকাও দাবি করেছে। তাই এবিষয়ে সোনোয়াল ও কেন্দ্ৰীয় সরকারকে তাঁদের অবস্থান স্পষ্ট করা উচিত’।

প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী গগৈ বলেন,প্ৰফুল্ল মহন্তের নেতৃত্বাধীন অসম গণ পরিষদ(অগপ)সরকার অসম ভূখণ্ডে সংঘর্ষ বিরতি চুক্তি মেনে নিয়েছিল। তবে তাঁর নেতৃত্বাধীন কংগ্ৰেস সরকার এর বিরোধিতা করেছিল। ‘অসম ও নাগাল্যান্ডের সীমানা বিরোধ নিয়ে সুপ্ৰিম কোর্টে এখনও মামলা ঝুলছে। ওই মামলার গতি এখন মন্থর হয়ে পড়েছে। কংগ্ৰেস যখন দিশপুরের ক্ষমতায় ছিল তখন মামলা দ্ৰুতলয়ে এগোচ্ছিল’-বলেন গগৈ।

নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)সম্পর্কে গগৈ বলেন,‘বিজেপি আবার ঐ বিল আনার জন্য চেষ্টা চালাচ্ছে। এই বিল যদি পাস হয় তাহলে সেটা অসমিয়াদের জন্য ধ্বংস ডেকে আনবে। এখন আসু(সারা অসম ছাত্ৰ সংস্থা)অসম সাহিত্য সভা এবং কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি(কেএমএসএস)বিলের বিরুদ্ধে মুখ খুলছে না। বিল নিয়ে তারা সম্ভবত সরকারের সঙ্গে কোনও সমঝোতায় যেতে পারে। ‘ক্যাবের বিরুদ্ধে পথে নেমে আসার জন্য তাদের সামনে এখনও সময় রয়েছে’। বিধানসভার আসন্ন উপনির্বাচনে এআইইউডিএফ-এর সঙ্গে কংগ্ৰেসের আঁতাতে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে গগৈ বলেন,‘আমরা সবার জন্যই দরজা খুলে রেখেছি’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Three Excise officials die in Sumo-Dumper collision in Golaghat | The Sentinel News | Assam News

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com