যন্ত্ৰাংশ দিয়ে ছবি এঁকে এশিয়া বুক অব রেকর্ডসে স্থান পেলেন অসমের রাহুল পারিকর

যন্ত্ৰাংশ দিয়ে ছবি এঁকে এশিয়া বুক অব রেকর্ডসে স্থান পেলেন অসমের রাহুল পারিকর
Published on

গুয়াহাটিঃ যুব প্ৰজন্মের আরও একজন অসমের জন্য গৌরব কুড়িয়ে আনলেন। যন্ত্ৰাংশ দিয়ে ছবি এঁকে অসাধারণ প্ৰতিভার পরিচয় তুলে ধরা রাহুল পারিকর নামের ছাত্ৰটি এশিয়া বুক অব রেকর্ডসে স্থান লাভ করেছেন। এভাবে ছবি আঁকার জন্য রাহুলকে এই সম্মান দেওয়া হয়েছে। এই সম্মানের জন্য এশিয়া বুক অব রেকর্ডস কর্তৃপক্ষের প্ৰতি ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্ৰামে অনুরাগীদের সম্বোধন করে রাহুল বলেছেন ‘আপনাদের ভালোবাসা এবং আমার প্ৰতি রাখা আস্থার ফলেই এটা সম্ভব হয়েছে। আপনাদের আশীর্বাদেই আমি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছি। আমার নাম এশিয়া বুক অব রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে। আমাকে যাঁরা অনুপ্ৰেরণা জুগিয়ে এসেছেন তাঁদের উদ্দেশেই এই সম্মান উৎসর্গ করছি’।

প্ৰতিভাবান রাহুল গুয়াহাটির কেসি দাস কমার্স কলেজে শিক্ষা গ্ৰহণ করছেন। চিত্ৰকলার বিভিন্ন শাখায় আগ্ৰহ থাকা রাহুল যন্ত্ৰাংশ দিয়ে জাতির জনক মহাত্মা গান্ধী,মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,ক্ৰিকেট তারকা বিরাট কোহলি,জনপ্ৰিয় অভিনেতা অক্ষয় কুমার প্ৰমুখর ছবি এঁকেছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Scuffle breaks out between two parties in Nagaon’s Kampur, Several injured

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com