চলচ্চিত্ৰ পরিচালক রীমা দাস এবং তাঁর সাফল্য যেন একই মুদ্ৰার দুপিঠ। এবার মুম্বইয়ে অনুষ্ঠিত জাগরণ ছবি মহোৎসবেও চমক দেখালো রীমা দাসের ‘বুলবুল কেন সিং’ ছবিটি। সদ্য মুক্তিপ্ৰাপ্ত বুলবুল কেন সিং ছবিটির জন্য রীমা দাস পেলেন সেরা পরিচালকের পুরস্কার। পুরস্কার গ্ৰহণ করে উৎসাহিত রীমা দাস বলেন,‘জাগরণ চলচ্চিত্ৰ মহোৎসবে শ্ৰেষ্ঠ পরিচালকের সম্মান পেয়ে আমি অভিভূত’।
খ্যাতনামা চিত্ৰ নির্মাতা অর্পণা সেনের মতো পরিচালকের সঙ্গে একই সঙ্গে পুরস্কার গ্ৰহণ করে উৎফুল্লিত হয়ে পড়েন রীমা দাস। একই সঙ্গে জাগরণ ছবি মহোৎসবে পুরস্কার জয়ী সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। গত বছরও জাগরণ চলচ্চিত্ৰ মহোৎসবে রীমার ‘ভিলেজ রকস্টার’ সেরা ছবির সম্মান পেয়েছিল।
চলতি বছরের ২০ সেপ্টেম্বর ‘বুলবুল কেন সিং’ ছবিঘরে মুক্তি লাভ করে। এই ছবিটি আঞ্চলিক ভাষায় ৬৬তম রজত কমল পুরস্কার পায়। এছাড়াও বুলবুল কেন সিং চলতি বছরে সর্বশ্ৰেষ্ঠ অসমিয়া ছবির জন্য রাষ্ট্ৰীয় পুরস্কার লাভ করে।
আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত ভিলেজ রকস্টার-এর মতো বুলবুল কেন সিং ছবিটির ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে দৃশ্য গ্ৰহণ করা হয়েছিল। বুলবুল কেন সিং ছবিটি টরন্টো চলচ্চিত্ৰ মহোৎসবেও দেখানো হয়। সেই সঙ্গে ছবিটি ১৩টি পুরস্কার লাভ করে। রীমার ভিলেজ রকস্টার ছবিটি ৩টি পুরস্কার লাভ করে্ছিল। ভিলেজ রকস্টার অস্কার-এর জন্যও মনোনীত হয়েছিল। এটা বাস্তবিকই অসমের জন্য গৌরবের বিষয়। এবার বুলবুল কেন সিং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যথেষ্ট সমাদর কুড়োতে সক্ষম হয়েছে।
অন্যদিকে,কিছুদিন আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ভার্জিন মিডিয়া ডাবলিন আন্তর্জাতিক ছবি মহোৎসবেও রীমাকে শ্ৰেষ্ঠ পরিচালকের সম্মান দেওয়া হয়েছিল। বুলবুল কেন সিং ছবির জন্যই শ্ৰেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছিলেন তিনি। ২০১৮ সালে ছবিটির ওয়র্ল্ড প্ৰিমিয়ার হয়েছিল টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্ৰ মহোৎসবে। দক্ষিণ এশিয়ান প্ৰিমিয়ার বুসান আন্তর্জাতিক ছবি মহোৎসব এবং ইন্ডিয়ান প্ৰিমিয়ার হয় মুম্বই ছবি মহোৎসবে। ২০ ফেব্ৰুয়ারি থেকে ৩ মার্চ অবধি আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত আন্তর্জারিক ছবি মহোৎসবে শ্ৰেষ্ঠ পরিচালকের সম্মান পান রীমা দাস। অসম কন্যা রীমা দাসের এই বিরল সম্মানে উৎফুল্লিত অসমবাসী ও অনুরাগীরা।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বাহুবলী-২-র রেকর্ড ছাপিয়ে গেছে জুবিন গার্গের ‘কাঞ্চনজংঘা’
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 3rd Guwahati International Film Festival to begin from October 31