গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল শুক্ৰবার নগাঁওয়ে দূষণ নিয়ন্ত্ৰণ বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত বিল্ডিংটি উদ্বোধন করেছেন। ২.১০ কোটি টাকা ব্যয়ে এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। এই বিল্ডিঙে দূষণের স্তর পরীক্ষা করার যাবতীয় সু্যোগ সুবিধা রয়েছে। নগাঁওয়ের মিলন সাংস্কৃতিক চরায় এউপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্ৰী বলেন,দায়িত্বভার গ্ৰহণের সময় থেকেই রাজ্য সরকার অসমকে একটা দূষণ মুক্ত রাজ্যের রূপ দিতে লাগাতার চেষ্টা করে চলেছে। তিনি আশা প্ৰকাশ করেন দূষণ নিয়ন্ত্ৰণ বোর্ডের(পিসিবি)এই নতুন অফিসটি পার্শ্ববর্তী মরিগাঁও,হোজাই ও পশ্চিম কার্বি আংলং জেলার পরিবেশ-প্ৰকৃতি দূষণ মুক্ত রাখার ক্ষেত্ৰে খুবই সহায়ক হবে। দূষণ নিয়ন্ত্ৰণে সচেতনতা সৃষ্টির পদক্ষেপ নিতেও এই অফিসটি কার্যকরী ব্যবস্থা নিতে পারবে বলে তিনি মনে করেন।
সাম্প্ৰতিক বছরগুলোতে দূষণ মানুষের অস্তিত্বের ক্ষেত্ৰে একটা গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্ৰী পরিবেশ দূষণ মুক্ত রাখার জন্য জনগণকে নিজের দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি বলেন,দূষণ এমন একটা বিষয় যা আমাদের গোটা পরিবেশকে বিষিয়ে তোলে। তাই আমাদের চারপাশের পরিবেশ স্বাস্থ্য সম্মত রাখতে আমাদেরই সচেষ্ট হতে হবে। আর এর জন্য গাছ গাছালি রোপণ করে পরিবেশকে সবুজে ভরিয়ে তোলা প্ৰয়োজন। তিনি বলেন,প্ৰকৃতি সংরক্ষণে রাজ্য সরকার গত তিন বছর ধরে চেষ্টা করে চলেছে এবং এক্ষেত্ৰে সাফল্যও এসেছে। এপর্যন্ত সরকার ৬ কোটিরও বেশি চারা গাছ রোপণ করেছে রাজ্যের বিভিন্ন স্থানে। সরকারের লক্ষ্য হচ্ছে ১০ কোটি চারা গাছ রোপণ করা-জানান তিনি।
মুখ্যমন্ত্ৰী আরও বলেন,বন বিভাগ কঠোর ব্যবস্থা গ্ৰহণ করায় রাজ্যে গন্ডার এবং অন্যান্য জীবজন্তুর চোরাশিকার উল্লেখযোগ্যভাবে হ্ৰাস পেয়েছে।
গত তিন বছরে ফাস্ট ট্ৰ্যাক কোর্টের বিচার প্ৰক্ৰিয়ায় মোট ১৩ জন চোরাশিকারিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি বলেন,জীবজন্তুর নিরাপত্তা সুনিশ্চিত করতে কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানে উঁচু স্থান নির্মাণ করেছে সরকার। তাছাড়া বন্যার সময় জলবন্দি জীবজন্তুদের খাদ্য জোগান দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। এই অনুষ্ঠানে বন ও পরিবেশ দপ্তরের মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্যও বক্তব্য রাখেন। এপিসিবিওয়াই-র চেয়ারম্যান সূর্যনারায়ণ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। নগাঁও-এর বিধায়ক রূপক শর্মাও অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ধনশিরি নদীর ব্যাপক ভাঙনের কবলে গোলাঘাট জেলার সরুপথার
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Wild Jumbo injured two Women in Digboi